প্রেমের মায়াজাল যে কখন কার জীবনে এসে পড়ে, তা আগে থেকে বুঝে ওঠা প্রায় অসম্ভব। ভালোবাসা কখনওই নিয়ম মেনে চলেনা—সব সময়ই সে নিজের পথ তৈরি করে নেয়, প্রচলিত ধারা ভেঙেই এগিয়ে যায়। তাই কর্মক্ষেত্রে প্রেম (Office Affair) হওয়াটাও নতুন কিছু নয়। আধুনিক জীবনে দিনের বড় অংশ কাটে অফিসে, অনেকের কাছেই এটি দ্বিতীয় বাড়ির মতো। ফলে সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়া স্বাভাবিক, আর সেই ঘনিষ্ঠতা থেকেই বহু সময় জন্ম নেয় প্রেম। কেউ বিবাহিত থেকেও কর্মক্ষেত্রে সম্পর্কে জড়িয়ে পড়েন, আবার কেউ অফিসের মধ্যেই খুঁজে পান জীবনের প্রথম প্রেম।
Thank you for reading this post, don't forget to subscribe!কিন্তু কোন দেশের মানুষ সবচেয়ে বেশি অফিসে প্রেমে জড়ান—এই প্রশ্ন করলে অনেকেরই প্রথমে মনে পড়বে বিদেশি কোনও দেশের নাম। যদিও এক সাম্প্রতিক আন্তর্জাতিক সমীক্ষা জানাচ্ছে ভিন্ন কথা। ১১টি দেশে ১৩,৫৮১ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে, অফিস প্রেমের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
গোপন সম্পর্কের জন্য পরিচিত প্ল্যাটফর্ম অ্যাশলে ম্যাডিসন এবং ইউগভ নামের সংস্থা যৌথভাবে এই সমীক্ষা পরিচালনা করে। অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, ভারত, ইতালি, মেক্সিকো, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা এতে অংশগ্রহণ করেন। ফলাফলে দেখা যায়—মেক্সিকোতে কর্মস্থলে প্রেম হওয়ার হার সবচেয়ে বেশি; সেখানে ৪৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা সহকর্মীর সঙ্গে সম্পর্ক করেছিলেন বা আছেন। এর ঠিক পরেই ভারতের স্থান, যেখানে ৪০ শতাংশ মানুষ অফিসের সম্পর্কের কথা স্বীকার করেছেন।
এর পরে রয়েছে আমেরিকা, ব্রিটেন এবং কানাডার মতো দেশ, যেখানে প্রায় ৩০ শতাংশ কর্মী জানিয়েছেন অফিসে প্রেমে জড়ানোর অভিজ্ঞতা।
সমীক্ষায় আরও একটি তথ্য উঠে এসেছে—সহকর্মীর সঙ্গে প্রেমের বিষয়ে পুরুষরা মহিলাদের তুলনায় এগিয়ে। ৫১ শতাংশ পুরুষ বলেছেন, তাঁদের এই ধরনের অভিজ্ঞতা রয়েছে, যেখানে মহিলাদের ক্ষেত্রে সেই সংখ্যা ৩৬ শতাংশ। তবে আশ্চর্যের বিষয় হল, এই সম্পর্ক ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে—এই আশঙ্কা পুরুষরাই বেশি অনুভব করেন।
তরুণ প্রজন্ম, বিশেষ করে ১৮ থেকে ২৪ বছর বয়সি কর্মীরা বিষয়টিকে তুলনামূলকভাবে সতর্ক দৃষ্টিতে দেখছেন। ‘জেন জি’-র ৩৪ শতাংশ মনে করেন, অফিসে প্রেম তাঁদের কর্মজীবনে সমস্যা তৈরি করতে পারে।
সবশেষে, গবেষণাটি দেখিয়েছে যে এই প্রবণতা শুধু শহরেই সীমাবদ্ধ নয়; গ্রামাঞ্চলের নারী-পুরুষও অফিসের প্রেম বা পরকীয়ায় জড়িয়ে পড়ছেন, যা মনোভাবের প্রজন্মগত পরিবর্তনের দিকে ইঙ্গিত দেয়।
