India Vs Australia আর কয়েক সপ্তাহ পরেই অস্ট্রেলিয়া বহু প্রতীক্ষিত বর্ডার গাভাসকার সিরিজ খেলতে উড়ে যাবে ভারত। তার আগে বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে গোটা সিরিজ তো বটেই বেশ কয়েক মাসের জন্য ছিটকে যাচ্ছেন ক্যামেরন গ্রিন। অজি তারকা অলরাউন্ডারের পিঠে অস্ত্রোপচার হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতিতে বলা হয়েছে, “অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের পিঠে ব্যথার জন্য যে স্ক্যান করা হয়েছিল, তাতে অদ্ভুত রিপোর্ট ধরা পড়েছে। India Vs Australia
Thank you for reading this post, don't forget to subscribe!তারপরেই উনি অস্ত্রোপচারের টেবিলে যেতে সম্মত হয়েছেন।” ইংল্যান্ড-এর বিপক্ষে ওয়ানডে সিরিজে গ্রিনের পিঠে অস্বস্তি হচ্ছিল। আপাতত অস্ত্রোপচারের পর আগামী ছয় মাস ক্রিকেট মাঠের বাইরে থাকবেন তিনি। বর্ডার গাভাসকার সিরিজের পাশাপাশি ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ট্যুর এবং পাকিস্তানে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারবেন না তিনি।
পরবর্তী আইপিএলে খেলতে পারবেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। পিঠে গ্রিনের সমস্যা বেশ জটিল। কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য তাঁকে অস্ত্রোপচার করতেই হত। এমনটাই জানিয়েছেন দলের এক মুখপত্র। বিবৃতিতে বলা হয়েছে, “পেস বোলারদের ক্ষেত্রে শিরদাঁড়ায় স্ট্রেস সমস্যা নতুন কিছু নয়। তবে গ্রিনের দুই হাড়ের মধ্যবর্তী জায়গায় কিছু অদ্ভুত সমস্যা ধরা পড়েছে। ধরা হচ্ছে, এই কারণেই তিনি বারবার চোটপ্রাপ্ত হচ্ছেন।” “রিকভারিতে নূন্যতম ছয় মাস সময় লাগবে। অলরাউন্ডার হিসাবে ক্যামেরন যাতে দীর্ঘ সময় খেলা চালিয়ে যেতে পারেন, সেই কথা ভেবেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“