১৯৯৭ সালের দেশাত্মবোধে ভরপুর কালজয়ী সিনেমা ‘বর্ডার’-এর সিক্যুয়েলের ঘোষণা আগেই হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর এবার সত্যিই ফের গর্জে উঠল ‘বর্ডার’। বিজয় দিবসের দিন মুক্তি পেল ‘বর্ডার ২’ (Border 2)-এর প্রথম টিজার, যা প্রকাশ্যে আসতেই দেশপ্রেমের আবেগে ভাসলেন অনুরাগীরা। প্রায় ২৭ বছর পর আবারও সেনার পোশাকে যুদ্ধক্ষেত্রে ফিরলেন মেজর কুলদীপ সিং—অর্থাৎ সানি দেওল। হাতে মেশিন গান, চোখে আগুন, সেই চেনা ‘ঢাই কিলো কা হাত’-এর ভরসাতেই টিজারে ধরা দিল তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উন্মাদনা। পুরনো দিনের স্মৃতি ফিরে আসে দর্শকদের মনে—একই আবেগ, একই শিহরণ, একই গর্ব। টিজারের সংলাপেই স্পষ্ট, এবারও গল্প জুড়ে থাকবে তীব্র দেশপ্রেম। সানির কণ্ঠে শোনা যায়, “আরও একবার হিন্দুস্তানের জন্য লড়ব। আমাদের গর্জন যেন লাহোর অবধি শোনা যায়।” এই এক সংলাপেই উত্তেজনার পারদ চড়েছে কয়েক গুণ।
‘বর্ডার ২’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং। ছবিতে সানি দেওলের পাশাপাশি গুরুত্বপূর্ণ জওয়ানের ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও অহন শেট্টিকে। সীমান্তে কাঁধে কাঁধ মিলিয়ে কীভাবে দেশের জন্য নিজেদের জীবন বাজি রাখেন সেনারা, তারই ঝলক উঠে এসেছে টিজারে। হাই-ভোল্টেজ অ্যাকশন, বিস্ফোরণ আর শক্তিশালী সংলাপে দর্শকের অ্যাড্রেনালিন রাশ বাড়িয়ে দিয়েছে এই প্রথম ঝলক।
বলিউড সূত্রে জানা গিয়েছে, এই ছবির কাহিনি আবর্তিত হবে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধকে কেন্দ্র করে। টিজারের শেষে নির্মাতারা ছবির মুক্তির দিনক্ষণও ঘোষণা করেছেন। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের আগে, অর্থাৎ ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বর্ডার ২’। মেগা বাজেটের এই ছবিতে থাকছেন নবাগতা অভিনেত্রী মেধা রানা।
উল্লেখ্য, ২০২৪ সালে ভূষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত একসঙ্গে এই সিক্যুয়েলের ঘোষণা করেছিলেন। শোনা যাচ্ছে, প্রথম ছবির মতো দ্বিতীয় ভাগেও অন্যতম আকর্ষণ হতে চলেছে জনপ্রিয় গান ‘সন্দেশে আতে হ্যায়’, যা এবার অরিজিৎ সিং ও সোনু নিগমের কণ্ঠে শোনা যাবে। টানটান গল্প, আবেগ আর বিপুল অ্যাকশনের মেলবন্ধনে ‘বর্ডার ২’ যে ফের নস্ট্যালজিয়ায় ভাসাবে দর্শকদের, তা টিজার দেখেই স্পষ্ট।