দক্ষিণী সিনেমার সর্বাধিক জনপ্রিয় তারকা রজনীকান্তের আগামী ছবিতে খলচরিত্রে নাকি দেখা যেতে পারে ঐশ্বর্য রাই বচ্চনকে(Aishwarya Rai Bachchan) —এমনই জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে দ্রুত ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক কয়েক দিনে বিনোদন মহলের মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে এই সম্ভাবনা। রজনীকান্তের ৭৫তম জন্মদিনকে ঘিরে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে—আগামী ১২ ডিসেম্বর আবারও বড়পর্দায় ফিরছে তাঁর সুপারহিট ছবি ‘পাদায়াপ্পা’। দর্শকদের নস্টালজিয়াকে নতুন করে উসকে দিতে পুনর্মুক্তি পাচ্ছে ছবিটি।
Thank you for reading this post, don't forget to subscribe!এত বছর পরও জনপ্রিয়তা হারায়নি ছবিটি বা এর চরিত্রগুলো। পুনর্মুক্তির ঘোষণা যতটা উচ্ছ্বাস তৈরি করেছে, তার থেকেও বেশি আলোচনা তৈরি করেছে রজনীকান্তের সাম্প্রতিক বক্তব্য। তিনি সমাজমাধ্যমে জানান যে ‘পাদায়াপ্পা’-এর সিক্যুয়েল তৈরির কাজও এগোচ্ছে। আর সেখানেই উৎসাহিত হয়ে উঠেছেন অনুরাগীরা—সিক্যুয়েলে নায়ক-নায়িকার পাশাপাশি প্রতিপক্ষ চরিত্রে কে থাকবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
মূল ছবিতে খলচরিত্র নীলাম্বরী হিসেবে রাম্যা কৃষ্ণণের অভিনয় আজও কিংবদন্তি বলে গণ্য হয়। তাঁর তীক্ষ্ণ উপস্থিতি, জ্বলন্ত অভিব্যক্তি এবং শক্তিশালী নেগেটিভ শেড চরিত্রটিকে আজও স্মরণীয় করে রেখেছে। তবে অবাক করা বিষয় হলো—রজনীকান্ত সম্প্রতি জানান যে নীলাম্বরী চরিত্রের প্রস্তাব নাকি প্রথমে দেওয়া হয়েছিল ঐশ্বর্য রাইকে। কিন্তু তখন তিনি সেই অফার গ্রহণ করেননি। এত বছর পরে কেন হঠাৎ পুরনো এই প্রসঙ্গ সামনে আনলেন রজনীকান্ত? শিল্পমহলে শুরু হয়েছে নানা সম্ভাবনার আলোচনা।
কেউ কেউ মনে করছেন, এখানেই লুকিয়ে থাকতে পারে একটি বড় ইঙ্গিত। যেহেতু সিক্যুয়েলের পরিকল্পনা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, তাই অনুমান করা হচ্ছে যে নির্মাতারা এবার ঐশ্বর্য রাইকে নতুন প্রতিপক্ষ চরিত্রে নিতে পারেন। বিশেষত যেহেতু তিনি অতীতে এই ধরণের চরিত্র নাকচ করেছিলেন, তাই এবার তাঁর সম্মতি পাওয়া গেলে তা হবে বড় চমক।
ফলে প্রশ্ন উঠছে—‘পাদায়াপ্পা ২’-এ কি খলনায়িকা হিসেবে ধরা দেবেন ঐশ্বর্য? রজনীকান্তের পুরনো স্মৃতি রোমন্থন আর নতুন ঘোষণা—দুটোর মিলেই আলোচনা আরও ঘনীভূত হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি, তবে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন থামার নাম নেই। অনুরাগীরা এখন অপেক্ষা করছেন—এই জল্পনায় সত্যতা কতটা, এবং সত্যিই কি রজনীকান্তের বিপরীতে নেগেটিভ শেডে দেখা যাবে বলিউড রানি ঐশ্বর্য রাই বচ্চনকে।