গত নভেম্বরেই বাবা-মা হিসেবে জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Vicky Kaushal)। তার পর থেকেই শুভেচ্ছা আর ভালোবাসার বন্যায় ভাসছেন এই তারকা দম্পতি। পাশাপাশি তাঁদের সদ্যোজাত সন্তানকে ঘিরে অনুরাগীদের কৌতূহলও তুঙ্গে। কার মতো দেখতে ‘বেবি কৌশল’? এই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। এমন সময় জানা গেল, ছেলের ছবি প্রথম দেখানো হয়েছে আলিয়া ভাটকেই (Alia Bhatt)। আর সেই মুহূর্তের প্রতিক্রিয়াই এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন ভিকি কৌশল ও আলিয়া ভাট। পর্দার সহকর্মী হিসেবে তাঁদের বন্ধুত্ব যে বেশ গভীর, অনুষ্ঠানের একটি ভাইরাল ভিডিওতেই তা স্পষ্ট। কালো পোশাকে সেজে দু’জনকে দেখা যায় হাসি-আড্ডায় মেতে উঠতে। ঠিক সেই সময়েই নিজের ফোনে ছেলের ছবি আলিয়াকে দেখান ভিকি। ক্যাটরিনা-ভিকির সন্তানকে দেখে আলিয়ার প্রতিক্রিয়াই এখন আলোচনার বিষয়। ভিডিওতে দেখা যায়, বিস্মিত চোখে ভিকির ফোনের দিকে তাকিয়ে হাসছেন অভিনেত্রী। আদরে ভরিয়ে দেন সদ্যোজাতকে, আর সেই স্বতঃস্ফূর্ত মুহূর্তই মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের।
উল্লেখ্য, ভিকি কৌশল ও আলিয়া ভাটের কাজের সম্পর্ক নতুন নয়। ‘রাজি’ ছবিতে এর আগেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। অন্যদিকে, রণবীর কাপুরের সঙ্গেও ভিকির পরিচিতি পুরনো—‘সঞ্জু’ ছবিতে রণবীরের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি। এবার সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর ও আলিয়া—দু’জনের সঙ্গেই স্ক্রিন ভাগ করতে চলেছেন তিনি। এই কাজের সূত্রেই কাপুর দম্পতির সঙ্গে ভিকির বন্ধুত্ব আরও মজবুত হয়েছে বলে মনে করছেন অনেকে।
একসময় অবশ্য আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। শোনা যায়, তাঁরা ‘বেস্ট ফ্রেন্ড’ও ছিলেন। তবে রণবীর কাপুরকে ঘিরে সেই বন্ধুত্বে ফাটল ধরে। তখন ক্যাটরিনার সঙ্গে রণবীরের সম্পর্ক ছিল, আর আলিয়া তখন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করছেন। পরে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজ করতে গিয়েই রণবীর-আলিয়ার ঘনিষ্ঠতা বাড়ে। যদিও সেই সময়েই ক্যাটরিনার সঙ্গে রণবীরের দূরত্ব তৈরি হয়েছিল।
আজ সেই সব সমীকরণ অনেকটাই অতীত। আলিয়া এখন রণবীরের স্ত্রী, আর ক্যাটরিনা সুখের সংসার করছেন ভিকি কৌশলের সঙ্গে। পুরনো মান-অভিমান যে মুছে গিয়েছে, তার ইঙ্গিত আগেও মিলেছে—রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান সঙ্গীদের সঙ্গে একফ্রেমে ধরা দিয়ে। এবার ক্যাটরিনার সন্তানকে দেখে আলিয়ার উচ্ছ্বাস যেন সেই বদলে যাওয়া সম্পর্কেরই নতুন প্রমাণ।