দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়লেন জাসপ্রিত বুমরাহ(Jasprit Bumrah)। নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে শততম উইকেট তুলে নিয়ে তিনি একমাত্র ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই উইকেটের সেঞ্চুরি করার বিরল রেকর্ড গড়লেন। বিশ্বের মাত্র পাঁচজন বোলার এই কৃতিত্ব অর্জন করেছেন, এবং সেই তালিকায় সর্বশেষ নাম যুক্ত হল বুমরাহর। যদিও এমন ঐতিহাসিক মুহূর্তেও তাঁকে ঘিরে তৈরি হল বিতর্ক—প্রশ্ন উঠল, তাঁর শততম উইকেটটি কি নো বলে হয়েছিল?
Thank you for reading this post, don't forget to subscribe!ঘটনা ইনিংসের ১০.২ ওভারের। বুমরাহর বলে বড় শট খেলতে গিয়ে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। সেই উইকেটেই বুমরাহ সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। কিন্তু রিপ্লে দেখে অনেকে দাবি করেন, বল ছাড়ার সময় বুমরাহর ফ্রন্ট ফুট নাকি লাইন পেরিয়ে গিয়েছিল। আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন, কিন্তু তিনি বলটি বৈধ বলেই ঘোষণা করেন। তাই ব্রেভিসকে আউটই ধরা হয়।
তবে অনলাইন মহলে মত ভিন্ন। নেটিজেনদের দাবি, ধরেও নিন ওটা নো বল ছিল, তবুও বুমরাহর উইকেটের সেঞ্চুরি আটকাত না। কারণ তিনি পরের ওভারেই—১১তম ওভারের পঞ্চম বলে—কেশব মহারাজকে আউট করে ফেলেছিলেন। তাই রেকর্ড গড়াটা ছিল সময়ের অপেক্ষা মাত্র।
এই ম্যাচের পর বুমরাহর টি-টোয়েন্টি উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১০১-এ, মাত্র ৮১ ম্যাচ খেলেই। তাঁর বোলিং গড় ১৮.১১, যা বিশ্বমানের বোলারদের পাশে রাখে তাকে। টেস্ট ক্রিকেটে ২৩৪ এবং ওয়ানডেতে ১৪৯ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা এখন ৪৮৪। অর্থাৎ ৫০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করতে তিনি এখন মাত্র ১৬ উইকেট দূরে।
বুমরাহর আগে তিন ফরম্যাটে উইকেটের সেঞ্চুরি করেছিলেন লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, শাকিব আল হাসান এবং শাহিন শাহ আফ্রিদি। এই তালিকায় ভারত থেকে জায়গা পাওয়া একমাত্র বোলার তিনি।
এদিকে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। হার্দিক পাণ্ডিয়ার ঝড়ো ইনিংসের পর বোলারদের ধারাবাহিক সাফল্যে প্রোটিয়াদের ১০১ রানে হারায় টিম ইন্ডিয়া। তবে সব আলোচ