ভিকি কৌশলের নতুন ছবি ‘মহাবতার’ নিয়ে এখন বলিউডে চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, এই ছবিতে ভিকির বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে(Deepika Padukone)। বিশ্বস্ত সূত্রের দাবি, নির্মাতাদের পক্ষ থেকে তাঁর কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে এবং চিত্রনাট্য নাকি বেশ মন ছুঁয়েছে দীপিকার। তাই আপাতত তাঁর তরফে ইতিবাচক সাড়াই মিলেছে। শেষ সিদ্ধান্তে সই–সাবুদ হয়ে গেলে শ্যুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালকদের।
Thank you for reading this post, don't forget to subscribe!এই ছবিতে যদি সত্যিই Deepika Padukone দীপিকা চুক্তিবদ্ধ হন, তবে প্রথমবারের মতো বড় পর্দায় ভিকি–দীপিকা জুটিকে দেখা যাবে, যা নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট উৎসাহ জমেছে। ‘স্ত্রী’ সিরিজের জনপ্রিয় পরিচালক অমর কৌশিক পরিচালনা করছেন ছবিটি। জানা যাচ্ছে, গল্পে ভিকি পরশুরামের চরিত্রে অভিনয় করবেন, আর তাঁর স্ত্রীয়ের ভূমিকায় থাকবেন দীপিকা। চরিত্রটি কাহিনীতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে—একদিকে শক্তিশালী, অন্যদিকে অভিনয়ের ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জিং। তাই অনেকেই মনে করছেন, এই ভূমিকা গ্রহণ করলে দীপিকার ক্যারিয়ারে এটি বড়সড় সংযোজন হতে পারে।
চলতি বছরে তাঁর দু’টি উল্লেখযোগ্য প্রজেক্ট—‘স্পিরিট’ এবং ‘কল্কি’—তাঁর হাতছাড়া হয়েছে। যদিও সে কারণে নিজের অবস্থান বা পারিশ্রমিকের বিষয়ে কোনও ছাড় দেননি তিনি। বর্তমানে হাতে রয়েছে বেশ কয়েকটি বড় কাজ। দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের পরবর্তী ছবির নায়িকা হিসেবে তাঁকে দেখা যাবে, পাশাপাশি শাহরুখ খান অভিনীত ‘কিং’ ছবিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ব্যস্ত সূচির মধ্যেই এসেছে ‘মহাবতার’-এর প্রস্তাব। ঐতিহাসিক চরিত্রে তাঁকে বহুদিন পর দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।
শিল্প সংক্রান্ত মহলে গুঞ্জন, চরিত্রটি যেমন অভিনয়দক্ষতা দাবি করে, তেমনই এটি দীপিকার জন্য দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তাই তাঁর সিদ্ধান্তকে ঘিরে আগ্রহ আরও বাড়ছে। সবকিছু ঠিকঠাক এগোলে শিগগিরই ছবির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে পুরো বিষয়টি ঘোষণা করবেন বলে জানা গেছে। আপাতত অপেক্ষা—ভিকির সঙ্গে জুটি বেঁধে দীপিকা সত্যিই কি ‘মহাবতার’-এ অভিনয় করতে চলেছেন..