বাংলা ছবির প্রেক্ষাগৃহ মালিকদের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে শুক্রবার ইম্পাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা ও সাংসদ দেব(dev)। সাম্প্রতিক সময়ে স্ক্রিনিং কমিটির সঙ্গে দেবের মতবিরোধের খবর প্রকাশ্যে আসায় এই বৈঠকে তাঁর উপস্থিতি নিয়ে নানা মহলে জল্পনা তৈরি হয়েছিল। বিশেষ করে স্ক্রিনিং কমিটির প্রস্তাবিত মুক্তি ক্যালেন্ডার নিয়ে দেব প্রকাশ্যে দ্বিমত পোষণ করায়, শেষ পর্যন্ত তিনি বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল।
Thank you for reading this post, don't forget to subscribe!সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে দেব নির্ধারিত দিনেই বৈঠকে হাজির হন। যদিও বৈঠক শেষ হওয়ার কিছু আগেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। বেরনোর সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দেব জানান, বাংলা ছবির মুক্তি ক্যালেন্ডার ঠিক করার দায়িত্ব স্ক্রিনিং কমিটিরই। তবে নিজের ছবির ক্ষেত্রে তিনি আগেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে চলতি বছর দুর্গাপুজোয় তাঁর ছবি মুক্তি পেতে চলেছে।
এই আসন্ন ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে, কারণ দীর্ঘদিন পর বড়পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। এই জুটির এটি হতে চলেছে সপ্তম ছবি। টলিউডের অন্দরে আরও গুঞ্জন, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন অনির্বাণ ভট্টাচার্য। এ বিষয়ে প্রশ্ন করা হলে দেব জানান, অনির্বাণকে নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তাঁর সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে বলেই মন্তব্য করেন অভিনেতা।
এখানেই থেমে থাকেননি দেব। টলিউডে কাজের অভাব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। দেব বলেন, একজন টেকনিশিয়ান বা শিল্পীর দীর্ঘদিন কাজ না থাকলে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তিনি তা বোঝেন। অনির্বাণের মতো প্রতিভাবান অভিনেতা দীর্ঘদিন কাজ না পাওয়ায় তিনি দুঃখিত বলেও জানান। সাংসদ ও অভিনেতা হিসেবে তিনি এই পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং আশা প্রকাশ করেন, অনির্বাণ শিগগিরই ভালো কাজ পাবেন।
দেব-শুভশ্রীর ছবিতে আর কারা থাকতে পারেন, সে প্রসঙ্গে দেব জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে ‘বুম্বাদা’ এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
এই বৈঠকে দেব ছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, প্রযোজক নিসপাল সিং রানে, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক রানা সরকারসহ টলিউডের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।