২০১৪ সালে অনিরুদ্ধ রায়চৌধুরী (Aniruddha Roy Chowdhury)পরিচালিত ছবি ‘বুনো হাঁস’ মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে দীর্ঘ বারো বছর। সময়ের ব্যবধানে ছবিটি আলাদা করে জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। আর এবার সেই ছবির সিক্যুয়েল ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ‘বুনো হাঁস’-এর পরবর্তী পর্ব নাকি খুব একটা দূরে নয়! ফলে প্রশ্ন উঠছে, আবার কি বড়পর্দায় ফিরতে চলেছে দেব অভিনীত অমল চরিত্রটি? এই গুঞ্জনেই আপাতত সরগরম টলিউড।
Thank you for reading this post, don't forget to subscribe!এই আলোচনার সূত্রপাত হয়েছে একটি সাম্প্রতিক ঘটনার পর। কিছুদিন আগে দেব গিয়েছিলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর বাড়িতে। সেখানেই রান্নাঘরে কফি বানাতে বানাতে তাঁদের অনানুষ্ঠানিক আড্ডার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধরে নেন, ‘বুনো হাঁস’-এর সিক্যুয়েল নিয়ে নিশ্চয়ই কোনও পরিকল্পনা চলছে। বিষয়টি স্পষ্ট করতে ফোনে যোগাযোগ করা হয়েছিল অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে। তখন তিনি পুণেতে ছিলেন, ‘ডিয়ার মা’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নিতে।
ফোনে পরিচালক জানান, দেবের সঙ্গে তাঁর বন্ধুত্ব বহুদিনের। প্রায়ই তাঁদের মধ্যে আড্ডা হয়, কিন্তু সেই আড্ডার কোনও নির্দিষ্ট উদ্দেশ্য বা পরিকল্পনা থাকে না। তিনি স্মরণ করিয়ে দেন, ঠিক এমনই এক আড্ডার সময়েই একদিন ‘বুনো হাঁস’-এর ভাবনা তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে অনিরুদ্ধ বলেন, দেব আর তিনি স্বাভাবিকভাবেই একসঙ্গে সময় কাটান এবং সেখান থেকেই নানা সৃজনশীল ভাবনার জন্ম হয়।
তবে সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করলে পরিচালক খুব সতর্ক উত্তর দেন। তিনি বলেন, অমল চরিত্রে দেব ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না, কিন্তু এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে ‘বুনো হাঁস’-এর সিক্যুয়েল হবেই। বিষয়টি অনেক কিছুর ওপর নির্ভর করছে। তবে দু’জনেই আবার একসঙ্গে কাজ করতে আগ্রহী। উপযুক্ত গল্প ও প্রেক্ষাপট পেলে তাঁরা নিশ্চয়ই সেই পথে এগোবেন। অনিরুদ্ধ এটুকু নিশ্চিত করেন যে, দেবকে মাথায় রেখেই তিনি একটি নতুন গল্প ডেভেলপ করছেন। সেটি সম্পূর্ণ হলে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখযোগ্যভাবে, ‘বুনো হাঁস’ ছিল দেবের কেরিয়ারের প্রথম দিকের এক ভিন্নধারার ছবি, যেখানে তিনি তাঁর চেনা সুপারস্টার ইমেজ ভেঙে অমল চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সময় অনেকেই মনে করেছিলেন, দেবের দর্শকরা হয়তো তখন এই পরিবর্তনের জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেব নিজেকে নানা রকম চরিত্রে প্রমাণ করেছেন। এই প্রেক্ষাপটে আজ যদি ‘বুনো হাঁস’ মুক্তি পেত, তা হলে দর্শকের প্রতিক্রিয়া কেমন হতো—এই প্রশ্নে অনিরুদ্ধ জানান, তিনি ছবিটি আবার প্রেক্ষাগৃহে রি-রিলিজ করাতে চান এবং এই বিষয়ে দেবের সঙ্গে আলোচনা করার ইচ্ছাও প্রকাশ করেন।