illegal infiltration
illegal infiltration অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য লোক ভবনে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি, খানাপাড়ায় জাতীয় পতাকা উত্তোলনের পরে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল বলেন, অবৈধ অনুপ্রবেশের সমস্যা মোকাবিলায় রাজ্য সরকার আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে ধারাবাহিক পদক্ষেপ করে চলেছে। লক্ষ্মণ প্রসাদ আচার্য জানান, অসমে অবৈধ বিদেশি হিসাবে ঘোষিত অন্তত ১.৭ লক্ষ মানুষের মধ্যে এ পর্যন্ত ৪৬৭ জনকে বহিষ্কার প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, বিদেশি নাগরিকদের বিচারের জন্য গঠিত ফরেনার্স ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত অসমে প্রায় ৪.৩৫ লক্ষ মামলা হয়েছে। এর মধ্যে ৩.৫ লক্ষেরও বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। ফলস্বরূপ, অন্তত ১.৭ লক্ষ ব্যক্তিকে অবৈধ বিদেশি হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের রাজ্যের নাগরিক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সংবিধানের গুরুত্ব তুলে ধরে রাজ্যপাল বলেন, ভারতের সংবিধান গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে পথপ্রদর্শক হিসাবে কাজ করে যাচ্ছে।
তিনি সকলকে নাগরিককে একযোগে একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখার আহ্বান জানান। এ দিন সমাজে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনীর পাঁচ প্রাক্তনী—এম. হরি কিশোর সিংহ, কীর্তি প্রসাদ চলিহা, খানিন্দ্র বেজবড়ুয়া, তারেন্দ্র নাথ বাসুমাতারী এবং পরেশ চন্দ্র নাথকে রাজ্যপাল সংবর্ধনা জানান। অনুষ্ঠানে নারেঙ্গির আর্মি পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা ‘বিকশিত ভারত—স্বপ্ন থেকে সাফল্যের পথে’ শীর্ষক একটি নাটিকা উপস্থাপন করে, যেখানে ভারতের উন্নয়ন, উদ্ভাবন ও জাতীয় অগ্রগতির যাত্রাপথ তুলে ধরা হয়।