শ্বেতা(Shweta Bhattacharya)-রুবেল তাদের জীবনের নানা সুন্দর মুহূর্ত মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। প্রেম থেকে শুরু করে বিয়ে—এই জুটিকে দেখতে অনুরাগীরা সবসময়ই আগ্রহী থাকে। তাই তাঁদের জীবনের বিশেষ দিনেও ব্যতিক্রম ঘটেনি। ঠিক এক বছর আগে একই দিনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্বেতা-রুবেল। তাই এই বার্ষিকীও তারা বিশেষভাবে উদযাপন করেছেন। মধ্যরাতে কেক কেটে তারা আনন্দ ভাগ করে নেন। কোনো বড় ধরনের গ্ল্যামার বা বড় আয়োজন নেই—সবই একদম সাধারণ, ঘরের মতো মধুর মুহূর্তে কাটে।
Thank you for reading this post, don't forget to subscribe!দম্পতি একসাথে এক বছর পার করার এই মুহূর্তগুলো শেয়ার করেছেন। রুবেল একটি ছবি পোস্ট করে বৈদিক মতে অনুষ্ঠিত বিয়ের এক সুন্দর মুহূর্তের কথা লিখেছেন। তিনি লিখেছেন, “শুভ বিবাহবার্ষিকী আমার বউ। এক বছর আগে আজই এই যাত্রা শুরু হয়েছিল। এক বছর কেটে গেল, মনে হলো আমরা মাত্র বিয়ে করেছি। কিন্তু সময়ের সঙ্গে আমাদের সম্পর্কের গভীরতা আরও বাড়ল। আমি কতটা যোগ্য বর, তা জানি না। তবে এইটুকু জানি, তোমার ভালোবাসাকে সম্মান ও মর্যাদায় রাখার যোগ্যতা আমার আছে। আমরা একে অপরের পরিপূরক। আমরা একসাথে একজন হতে পারি, কিন্তু ভিন্ন দু’জন মানুষ। এই দিনে আমার সবচেয়ে বড় উপহার তুমি, শ্বেতা। তুমি প্রমাণ করেছো আমরা এক।”
শ্বেতা-রুবেল দুই বোন মিলেই ঘর সাজিয়েছেন। কাছের মানুষদের দেওয়া উপহারগুলো চারিদিকে সাজানো ছিল। সবাইকে ধন্যবাদ জানাতেও তারা ভুলেননি। কেক কেটে একে অন্যকে খাওয়ানোসহ ছোট ছোট মুহূর্তগুলোতে উঠে এসেছে তাদের জীবনের অজানা নানা ঘটনা। শ্বেতা লিখেছেন, “শুভ বিবাহবার্ষিকী বর। দেখতে দেখতে এক বছর পার করে ফেললাম। আমি চাই সারাজীবন তোমার সঙ্গে কাটাতে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার হাতটা শক্ত করে ধরে থাকতে চাই। আর একটাই ইচ্ছে—শেষ যাত্রায় শিথিলে সিঁদুর নিয়ে যেতে পারি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সেই আশীর্বাদ থেকে একদিনও বঞ্চিত হতে চাই না। অনেক অনেক ভালোবাসি তোমায়।”