এই মুহূর্তে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। একের পর এক ম্যাচে ধারাবাহিক রান করে তিনি কার্যত একার কাঁধেই ভরসা হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার। তাঁর ব্যাটিং পারফরম্যান্সের সরাসরি প্রভাব পড়েছে দলের ফলাফলেও—গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন ‘কিং কোহলি’। এরই পুরস্কার হিসেবে দীর্ঘ ৫৭ মাস পর আবারও ওয়ানডে ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন তিনি, টপকে গিয়েছেন রোহিত শর্মাকে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকাই বিতর্কের সূত্রপাত করে আইসিসির একটি বড় ভুল।
Thank you for reading this post, don't forget to subscribe!র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর কোহলিকে নিয়ে প্রথম গ্রাফিক্স পোস্ট করে আইসিসি। সেখানে দাবি করা হয়, ওয়ানডে কেরিয়ারে এক নম্বর ব্যাটার হিসেবে কোহলি নাকি মোট ৮২৫ দিন শীর্ষে ছিলেন, যা সর্বকালের নিরিখে দশম সর্বোচ্চ। কিন্তু এই পরিসংখ্যান যে ভুল, তা চোখ এড়ায়নি ক্রিকেটভক্তদের। নেটিজেনরা সঙ্গে সঙ্গে আইসিসির এই তথ্যের বিরোধিতা করেন এবং সংস্থারই পুরনো রিপোর্ট ও গ্রাফিক্স তুলে ধরে প্রমাণ দেন যে কোহলি কেরিয়ারে আসলে ১,৫৪৭ দিন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে কাটিয়েছেন।
ভক্তদের ক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন তোলেন, ‘আইসিসির মতো বিশ্বস্ত ও বৃহৎ ক্রিকেট সংস্থা কীভাবে এমন মারাত্মক ভুল করতে পারে?’ চাপ বাড়তেই অবশেষে পোস্টটি ডিলিট করে সংশোধিত তথ্য-সহ নতুন করে গ্রাফিক্স প্রকাশ করে আইসিসি। সংশোধনের ফলে কোহলির অবস্থান দশম স্থান থেকে উঠে আসে সর্বকালের তৃতীয় স্থানে। তাঁর আগে শুধুমাত্র ভিভ রিচার্ডস (২,৩০৬ দিন) এবং ব্রায়ান লারা (২,০৭৯ দিন)।
উল্লেখযোগ্য বিষয় হল, কোহলি এখনও পর্যন্ত মোট ১১ বার আইসিসি পুরুষদের ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন। সাম্প্রতিক ফর্মও ঈর্ষণীয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডের পর তাঁর রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮৫-এ। শেষ পাঁচ ম্যাচে তিনি করেছেন ৪৬৯ রান, যার মধ্যে রয়েছে দু’টি শতরান ও তিনটি অর্ধশতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে কোহলির সংগ্রহ ছিল ৩০২ রান, গড় ১০০-রও বেশি।
২০২৫ ক্যালেন্ডার বছরে এখনও পর্যন্ত ১৩ ইনিংসে ৬৫১ রান করেছেন কোহলি, গড় ৬৫.১০—যা ওই বছরে সর্বোচ্চ। ৩৭ বছর বয়সেও থামার কোনও লক্ষণ নেই তাঁর ব্যাটে। শেষ ছয় ম্যাচে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস, যার মধ্যে রয়েছে দু’টি সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলেও দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি।