BlueBird Block 2
বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ‘ব্লু বার্ড ৬’ উপগ্রহ নিয়ে পাড়ি দিয়েছে রকেট এলভিএমথ্রি BlueBird Block 2। উপগ্রহটি আমেরিকার। এর লক্ষ্য মহাকাশ থেকে সরাসরি সাধারণ স্মার্ট ফোনে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া। এর ফলে আলাদা কোনও যন্ত্র লাগবে না। এই উৎক্ষেপণের আলাদা গুরুত্ব রয়েছে। কারণ, এর জন্য ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকার সংস্থা এএসটি স্পেস মোবাইলের সঙ্গে। নির্ধারিত সময়ের ৯- সেকেন্ড পরে হয়েছে এ দিনের উৎক্ষেপণ।
Thank you for reading this post, don't forget to subscribe!ইসরোর তরফে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই এই পদক্ষেপ। ISRO -র তরফে জানানো হয়েছে, BlueBird Block-2 একটি কমিউনিকেশন স্য়াটেলাইট ৷ এর ওজন 6 হাজার 100 কেজি ৷ এটিই এখনও পর্যন্ত সর্বাধিক ওজনের একটি কমিউনিকেশন স্যাটেলাইট যেটা বহন করছে LVM3-M6 রকেট ৷ এর আগে সর্বাধিক 4,400 কেজি ওজনের স্য়াটেলাইট বহন করেছিল এটি ৷ এই রকেটটিকে বাহুবলী রকেটও বলা হচ্ছে ৷ এটি মূলত একটি বাণিজ্যিক উৎক্ষেপণ ৷ মোট তিনটি সংস্থার যৌথ উদ্যোগে এই উৎক্ষেপণটি সম্পন্ন হয়েছে ৷
তারমধ্যে রয়েছে NewSpace India Ltd, ISRO-র বাণিজ্যিক শাখা এবং আমেরিকার AST SpaceMobile ৷ মঙ্গলবারই জানানো হয়েছিল এই উৎক্ষেপণটি সম্পন্ন করার জন্য কাউন্টডাউন শুরু হয়েছে ৷ উৎক্ষেপণের প্রাক্কালে ISRO চেয়ারম্যান V Narayan তিরুমালা মন্দিরে গিয়ে পুজোও দেন ৷ এর আগে সোমবার অর্থাৎ 15 ডিসেম্বর উৎক্ষেপণের দিন ধার্য থাকলেও অজ্ঞাত কারণে সেই উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছিল ৷ তারপর ISRO র তরফে জানানো হয়েছিল 21 ডিসেম্বর এই উৎক্ষেপণটি সম্পন্ন হবে ৷
কিন্তু সেই দিনও বাতিল করা হয় ৷ পরবর্তীতে বুধবার সকালে ভূপৃষ্ঠ ত্যাগ করে রকেটটি ৷ জানা গিয়েছে ব্র্য়াডব্র্য়ান্ড ইন্টারনেট পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে এই উৎক্ষেপণটি করা হয়েছে ৷ এই স্যাটেলাইটটি Direct -to-Device ব্রডব্যান্ড পরিষেবা দেবে ৷ অর্থাৎ সরাসরি ডিভাইসে স্যাটেলাইট ইন্টারনেট সংযুক্তিকরণ করা সম্ভব ৷ কোন গ্রাউন্ড কানেক্টিভিটির প্রয়োজন নেই ৷ পুরোটাই হবে স্য়াটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে ৷