farhan akhtar
farhan akhtar
ফারহান আখতার ‘দিল চাহতা হ্যায়’-এর দুই দশক পূর্তিতে ২০২১ সালে ঘোষণা করেছিলেন তাঁর নতুন রোড-ট্রিপভিত্তিক ছবি ‘জি লে জারা’ বানানোর পরিকল্পনা। ‘জিন্দেগি না মিলেগি দুবারা’র ধাঁচে তিন নায়িকাকে কেন্দ্র করে এই ছবির ভাবনা তৈরি করেছিলেন তিনি ( katrina kaif, priyanka chopra, alia bhatt )। শুরুতেই আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে স্ক্রিপ্টের খসড়া চূড়ান্তও করেছিলেন ফারহান। কিন্তু শুটিং শুরুর আগেই বাঁধে সবচেয়ে বড় সমস্যা—তিন নায়িকার সময় মিলিয়ে নেওয়া। প্রত্যেকে ব্যস্ত থাকায় শিডিউল বারবার বদলাতে হয়, কয়েক দফা শুটিং পরিকল্পনাও বাতিল করতে বাধ্য হন ফারহান ও তাঁর টিম। শেষপর্যন্ত দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত হয়ে প্রিয়াঙ্কা প্রকল্পটি থেকে সরে দাঁড়ান, আর আলিয়াও অন্য ছবির প্রতিশ্রুতিতে ব্যস্ত হয়ে পড়েন। সব মিলিয়ে ‘জি লে জারা’র কাজ অনিশ্চয়তার দোলাচলে পড়ে যায় এবং গুঞ্জন ছড়ায়—ছবিটা হয়তো আর তৈরি হবে না।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে সাম্প্রতিক সময়ে নতুন খবর সামনে এসেছে। বলিউডের বিভিন্ন সূত্রের দাবি, প্রিয়াঙ্কা চোপড়া আবারও ছবিটি করতে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর গ্লোবাল প্রজেক্টগুলোর কারণে আগে যে সময়-সংকট ছিল, তা এখন অনেকটাই কমেছে। শুধু নায়িকাদের শিডিউল নয়, নায়কদের নির্বাচন নিয়েও আটকে গিয়েছিল কাজ। তিন নায়িকার বিপরীতে কাকে নেওয়া হবে, তা ঠিক করতে গিয়ে বিভ্রান্তিতে পড়েছিলেন ফারহান, জোয়া আখতার ও রিমা কাগতি। বহু অভিনেতার নাম উঠে এলেও কেউই তাঁদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। তবে এখন জানা যাচ্ছে, কাস্টিং প্রক্রিয়ার প্রায় শেষ ধাপে পৌঁছে গিয়েছে দল, এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এ প্রসঙ্গে ফারহান আখতার নিজেই গণমাধ্যমে স্বীকার করেছেন যে সব অভিনেতা-অভিনেত্রীর সময় একসঙ্গে পাওয়াটা সত্যিই ভীষণ কঠিন ছিল। কিন্তু অবশেষে সমস্যাগুলো কাটিয়ে উঠে তাঁরা প্রস্তুত হয়েছেন শুটিং শুরু করতে। তিনি জানিয়েছেন, ছবির শুটিং খুব শিগগিরিই শুরু হবে এবং পুরো দল এ নিয়ে উৎসাহিত। উল্লেখযোগ্য বিষয় হলো, বলিউডে পুরুষদের কেন্দ্র করে রোড-ট্রিপের গল্প বহুবার পর্দায় এসেছে, কিন্তু তিন নারীকে কেন্দ্র করে এমন ভ্রমণকাহিনি আগে দেখা যায়নি। এই কারণেই ‘জি লে জারা’ ছবিতে প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনার রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। তবে নায়িকাদের বিপরীতে কোন অভিনেতাদের দেখা যাবে, সে বিষয়ে এখনও মুখ খোলেননি ফারহান আখতার।
You cannot copy content of this page