ফের কি স্যানন পরিবারে বিয়ের সানাই শোনা যাবে? সাম্প্রতিক সময়ে এমনই জল্পনা দানা বেঁধেছে বলিউডে। বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে কৃতী স্যানন( Kriti Sanon)ও তাঁর কথিত প্রেমিক কবীর বাহিয়াকে ঘিরে চর্চা তুঙ্গে। নূপুরের বিয়ের একাধিক ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন কবীর। সেই ছবিগুলির মধ্যেই একটি বিশেষ ছবি নজর কাড়ে, যেখানে সবুজ রঙের গাউনে কৃতীকে দেখা গিয়েছে কবীরের পাশে। সাদা ব্লেজারে কবীর, আর দু’জনের ঘনিষ্ঠ ভঙ্গিমা দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন—নূপুরের পর কি এবার দিদি কৃতীর পালা?
Thank you for reading this post, don't forget to subscribe!এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন, কৃতী ও কবীরের সম্পর্ক হয়তো এবার পরের ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কৃতী বা কবীর—কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবু সোশাল মিডিয়ায় তাঁদের ছবি নিয়ে আলোচনা, বিশ্লেষণ থামছে না। কেউ বলছেন, “নজর না লেগে যাক”, কেউ আবার সরাসরি বিয়ের ভবিষ্যদ্বাণী করছেন।
প্রসঙ্গত, গত বছর থেকেই বলিউডে গুঞ্জন ছড়ায় যে কৃতী স্যানন নাকি প্রেম করছেন। শোনা যায়, তাঁর প্রেমিক তাঁর থেকে বয়সে প্রায় ৯ বছরের ছোট। সেই ব্যক্তিই লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়া। বিভিন্ন সময় কৃতী ও কবীরকে একসঙ্গে দেখা গিয়েছে—কখনও বিদেশ সফরে, কখনও আবার ভারতের বিভিন্ন জায়গায়। জানা যায়, কবীরের সঙ্গে দেখা করতেই নাকি মাঝে-মধ্যেই লন্ডনে উড়ে যান অভিনেত্রী।
সূত্রের খবর, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে কৃতীর পরিচয়। প্রথমে বন্ধুত্ব, পরে তা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। কবীর বাহিয়া আবার ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ডিয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলায় পারদর্শী তিনি।
গত বছর কবীরের সঙ্গেই হোলি উদ্যাপন করেছিলেন কৃতী, সেই ছবিও শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়। এরপর থেকেই গুঞ্জন আরও জোরদার হয়। দিল্লি বিমানবন্দরে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া, হাত ধরে ঘোরার ছবি ভাইরাল হওয়া—সব মিলিয়ে বিয়ের জল্পনা নতুন মাত্রা পায়। শোনা গিয়েছিল, ২০২৫ সালের শেষের দিকে নাকি চারহাত এক হতে পারে তাঁদের। যদিও সেই সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত জল্পনাই ভরসা, সিলমোহরের অপেক্ষায় সবাই।