টবল বিশ্বকাপের গ্রুপবিন্যাস ঘোষণার ঠিক আগের দিনই লিয়োনেল মেসির(Lionel Messi) মন্তব্যে আলোচনার ঝড় উঠেছে। কিংবদন্তি আর্জেন্টাইন তারকা জানিয়ে দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। এমনও হতে পারে যে তিনি মাঠে নয়, বরং বাড়িতে বসেই টিভিতে বিশ্বকাপ দেখবেন। পাশাপাশি, আর্জেন্টিনার পরের বিশ্বকাপ অভিযানের সম্ভাবনা নিয়েও খোলামেলা মত জানিয়েছেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!‘ইএসপিএন’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেসিকে প্রশ্ন করা হয়েছিল তাঁর ষষ্ঠ বিশ্বকাপে খেলার বিষয়ে। মেসির সোজাসাপ্টা উত্তর, “এই বিষয়টি নিয়ে স্কালোনির সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে। উনি পরিস্থিতি বোঝেন এবং আমাদের কথাবার্তাও হয়েছে। আমি অবশ্যই আশা করি যে বিশ্বকাপে খেলতে পারব। আগে যেমন বলেছি, আগামী বছরের বিশ্বকাপ আমার ব্যক্তিগত স্বপ্ন। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে হয়তো আমাকে বাড়িতে বসে খেলা দেখতে হবে, আর সেটাও নিজের জায়গায় ভিন্ন রকম অনুভূতি হবে।”
২০২২ সালের কাতার বিশ্বকাপে পঞ্চমবার চেষ্টায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে নামার সম্ভাবনা রয়েছে মেসির। তাঁর বক্তব্য, “বিশ্বকাপ প্রতিটি ফুটবলারের কাছে আলাদা আবেগের জায়গা। বিশেষ করে আর্জেন্টিনায় তো বিশ্বকাপ নিয়ে অত্যন্ত তীব্র অনুভূতি রয়েছে। আমরা এক ধরনের ভিন্ন আবেগ নিয়ে বেঁচে থাকি।”
আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করেন মেসি। তাঁর মন্তব্য, “আমাদের দলে দারুণ সব প্রতিভাবান ফুটবলার আছে। বছরের পর বছর তাদের ক্ষমতা সবাই দেখেছে। স্কালোনি দায়িত্ব নেওয়ার পর দল আরও দৃঢ় হয়েছে। দলের প্রত্যেকেরই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা রয়েছে। মানসিকভাবে আমরা অত্যন্ত শক্তিশালী এক দল, যাদের লক্ষ্য সবসময় ট্রফি জেতা। অনুশীলন হোক বা ম্যাচ—সব জায়গায়ই দলের খেলোয়াড়দের নিবেদন চোখে পড়ে।”
তিনি আরও যোগ করেন, “আবারও বিশ্বকাপ জেতার মতো দল আমাদের আছে। চেষ্টা অবশ্যই করা হবে। তবে ছোট ছোট বিষয়গুলো আরও নিখুঁত করতে হবে। কারণ যে কোনও মুহূর্তে কোনও দেশ আমাদের হারাতে পারে—একটা শট পোস্টে লেগে বেরিয়ে যেতেই পারে, অথবা পেনাল্টিতে ভুল হলেই বিদায় নিতে হতে পারে।”
