লিভারপুলের হতাশার সুর যেন কিছুতেই কাটছে না। টানা তিন ম্যাচে পরাজয়ের পর ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জয় দলকে সাময়িক স্বস্তি দিলেও পরের ম্যাচেই আবার পয়েন্ট হারাতে হল আর্নে স্লটের শিষ্যদের। বুধবার অ্যানফিল্ডে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি শেষ হল ১-১ ড্র-এ। ম্যাচের ৬৭ মিনিটে সান্ডারল্যান্ড এগিয়ে যায় কেমসডাইন তালবির গোলে। তবে ৮১ মিনিটে নর্ডি মুকেইলের আত্মঘাতী গোল লিভারপুলকে হার এড়ানোর সুযোগ এনে দেয়। ফলে ১৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে লিভারপুল লিগ টেবিলে অষ্টম স্থানে অবস্থান করছে।
Thank you for reading this post, don't forget to subscribe!দিনের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে আর্তেতার আর্সেনাল ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে পরাস্ত করে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে। গানার্সদের হয়ে গোল দুটি করেন মিকেল মেরিনো ও বুকায়ো সাকা। এই জয়ের ফলে ১৪ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ দাঁড়াল ৩৩ পয়েন্টে, যা তাদের টেবিলের শীর্ষে দৃঢ়ভাবে স্থাপন করেছে।
এদিকে চেলসির জন্য দিনটি ভালো কাটেনি। অ্যাওয়ে ম্যাচে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ১-৩ গোলে হারতে হল মরিসিও পোচেত্তিনোর দলের। লিডসের হয়ে গোল করেন জাকা বিজল, আও তানাকা এবং ডোমিনিক কালভার্ট-লেউইন। চেলসির একমাত্র গোলটি আসে পেড্রো নেতোর পা থেকে। এই পরাজয়ের ফলে ব্লুজরা ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রয়ে গেল। দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে সমর্থকদের উদ্বেগ বাড়ছে।
স্প্যানিশ লিগ লা লিগায় অবশেষে জয় ফিরল রিয়াল মাদ্রিদের ঘরে। টানা তিনটি ড্রয়ের পর বুধবার তারা অ্যাথলেতিক ক্লাবকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয়। ম্যাচে উজ্জ্বলতম তারকা ছিলেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। তাঁর দুটি গোলের পাশাপাশি দলের হয়ে তৃতীয় গোলটি করেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান দৃঢ় করে।
ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার এই দিনের ফলাফল ফুটবল সমর্থকদের জন্য যেমন উত্তেজনা বাড়িয়েছে, তেমনি শীর্ষস্থান ও ইউরোপীয় স্থান দখলের লড়াই আরও জমে উঠেছে। বিশেষ করে লিভারপুলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তৈরি হলেও আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স লিগ প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
