ফের প্রশ্নের মুখে রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা। সাত সকালে SSKM Hospital এসএসকেএম হাসপাতালের মধ্যে হকিস্টিক এবং উইকেট নিয়ে ঢুকে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের মারে গুরুতর জখম এক রোগীর আত্মীয়। গোটা ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল সূত্রের খবর, এদিন সকাল সওয়া ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে SSKM Hospital এসএসকেএের ট্রমা কেয়ার সেন্টারের সামনে।
সেখানে একদল আক্রান্ত যুবক চিকিৎসা করাতে এসেছিলেন। তখনই মোটর বাইকে চড়ে কিছু যুবক হাসপাতালের মধ্যে ঢুকে পড়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। মাঝে পড়ে গুরুতর জখম হন বাঁকুড়ার এক রোগীর আত্মীয়। বাবাকে ডিসচার্জ করাতে এদিন হাসপাতালে এসেছিলেন তিনি। তাঁকে অপরগোষ্ঠীর লোক ভেবে মাটিতে ফেলে হকিস্টিক, উইকেট দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। তাঁর মাথায় গুরুতর ক্ষত তৈরি হয়েছে।
গোটা ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। তাঁদের কথায়, “যে দাবিতে গত ২ মাসের বেশি সময় ধরে জুনিয়র চিকিৎসকরা পথে বসে রয়েছেন, ৯ দিন ধরে অনশন চলছে, সেই নিরাপত্তার দাবি তো এখনও খাতায় কলমেই রয়ে গেছে। তা না হলে সরকারি হাসপাতালের মধ্যে এমন ঘটনা ঘটে কী করে?” মনে করা হচ্ছে, বাইরের ঝামেলার জেরে এদিন এক গোষ্টী অপর গোষ্ঠীকে ‘শিক্ষা’ দিতে হাসপাতালে এসেছিল।
আর এখানেই উঠছে নিরাপত্তার প্রশ্ন। চিকিৎসকদের সুরে রোগীর আত্মীয়রা বলেন, “উইকেট, হকিস্টিক নিয়ে বিনা বাধায় একটা সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে পড়ল দুষ্কৃতীরা। তাঁদের দেখে রক্ষীরা পালিয়ে গেল! এরপরও বলবেন, সরকারি হাসপাতাল সুরক্ষিত?” আরজি করের নির্যাতিতার বিচার, প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা।
এরপরই অনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যসচিব বলেছিলেন, ‘৩ দিনের মধ্যে হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত ৯০ শতাংশ কাজ শেষ হবে।” ইতিমধ্যে মুখ্যসচিবের দেওয়ার সময়সীমাও অতিক্রান্ত। এক জুনিয়র চিকিৎস বলেন, ”সরকারের পদস্থ কর্তা বলছেন, হাসপাতালে ৯০ শতাংশ নিরাপত্তার কাজ শেষ। অথচ বাস্তবে কী দেখছেন, দুষ্কৃতীরা নির্বিচারে তাণ্ডব চালিয়ে পালিয়ে গেল! চিকিৎসা করাতে এসে দুষ্কৃতী মারে মৃত্যুর মুখে পৌঁছে গেলেন রোগীর পরিজন। এরপরও কি ভরসা যায়?”
আরও পড়ুন জেলার খবর কলকাতা ভারত বিশ্ব সংবাদ খেলার খবর বিনোদনের খবর ব্যবসা বাণিজ্য খবর স্বাস্থ্য সংবাদ