ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার Mohammed Siraj মহম্মদ সিরাজকে তেলঙ্গানা সরকার ডিএসপি পদে নিয়োগ করেছে। পাশাপাশি সিরাজকে ৬০০ গজের একটি জমিও দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই নয়া প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন সিরাজ। এবার পুলিশে চাকরি করার পাশাপাশি দেশের হয়ে ক্রিকেটও খেলবেন তিনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার যোগিন্দর শর্মাও হরিয়াণা পুলিশের ডিএসপি পদে দায়িত্ব সামলাচ্ছেন।
মাঝেমধ্যেই তাঁকে ফিল্ড ডিউটিতে দেখতে পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক, ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ পদে মহম্মদ সিরাজ কী কী সুবিধা পাবেন? তেলঙ্গানা সরকার Mohammed Siraj মহম্মদ সিরাজকে গ্রেড-১ চাকরি দিয়েছে। অর্থাৎ রাজ্যের গ্রুপ এ অফিসার পদে নিযুক্ত হলেন টিম ইন্ডিয়ার এই তারকা পেসার। রাজ্য পুলিশের এসপি-কে রিপোর্ট করবেন তিনি। সিরাজের উর্দিতে তিনটে স্টার থাকবে।
রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং জটিল অপরাধ সংক্রান্ত সমস্যা সমাধানে তাঁকে গুরুদায়িত্ব গ্রহণ করতে হবে। ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ সবসময় একজন গেজেটেড অফিসার হন। পরবর্তীকালে আইপিএস পদে ওঠার সুযোগ তাঁদের কাছে থাকে। এই পদে চাকরি করার জন্য একজন প্রার্থীকে পিসিএস পরীক্ষায় পাশ করতে হয়। কিন্তু, সিরাজকে সাম্মানিকভাবে এই পদ দেওয়া হয়েছে।
একজন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশকে সরকারি আবাসন, ডিউটির জন্য গাড়ি, নিরাপত্তারক্ষী, চাকর-বাকর, রাধুঁনি, মালি, বিভিন্ন জায়গায় যাতায়াতের খরচ দেওয়া হয়ে থাকে। একজন ডিএসপি-র বেসিক স্যালারি প্রায় ৭৪,০০০ টাকা হয়ে থাকে। এর পাশাপাশি আরও কিছু ভাতা মিলিয়ে তা মাসে এক লাখ টাতার কাছাকাছি দাঁড়ায়। তবে বিভিন্ন রাজ্যে এই ভাতার পরিমাণ বিভিন্ন হয়ে থাকে।
আরও পড়ুন জেলার খবর কলকাতা ভারত বিশ্ব সংবাদ খেলার খবর বিনোদনের খবর ব্যবসা বাণিজ্য খবর স্বাস্থ্য সংবাদ