বলিউডে ধীরে ধীরে উপেক্ষিত হওয়ার পর কি এখন দক্ষিণী চলচ্চিত্রজগতের ‘পছন্দের নায়িকা’ হয়ে উঠছেন হলিউড–প্রত্যাগত প্রিয়াঙ্কা চোপড়া? সিনেদুনিয়ার অন্দরে এই প্রশ্নই নয়া আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে শোনা যাচ্ছে, ‘কল্কি ২’-এর জন্য দীপিকা পাড়ুকোনকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়ার পর সেই বিশাল বাজেটের গুরুত্বপূর্ণ চরিত্রটি নাকি অফার করা হয়েছে প্রিয়াঙ্কাকে।
Thank you for reading this post, don't forget to subscribe!গত কয়েক মাস ধরেই দীপিকার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগে উত্তাল ছিল বিনোদনমহল। ‘স্পিরিট’ থেকে বাদ পড়ার পর এবার ‘কল্কি ২৮৯৮ এ ডি’-র সিক্যুয়েলেও তাকে নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কেউ বলছেন, দীর্ঘ ৮ ঘণ্টার শিফট নিয়ে নায়িকার আপত্তি ছিল, আবার কেউ দাবি করছেন, অত্যধিক পারিশ্রমিক চাওয়ার কারণেই তাকে এই প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসব নিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি অংশের অসন্তোষ এতটাই বেড়ে যায় যে দীপিকাকে বহুজনের চোখে ‘অপছন্দের’ নায়িকা হিসেবে দেখা শুরু হয়।
অন্যদিকে, দীপিকার ঘনিষ্ঠ মহলের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের কথায়, সিক্যুয়েলের চিত্রনাট্যে দীপিকার ভূমিকাকে নাকি উল্লেখযোগ্যভাবে ছোট করে দেওয়া হয়েছিল, ফলে সেই চরিত্র আর গুরুত্ব ধরে রাখতে না পারায় নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এই সব বিতর্কের মাঝেই নতুন গুঞ্জন—দীপিকার জায়গায় ‘কল্কি ২’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই খবর সামনে আসতেই অনেকের কটাক্ষ, এ কি তবে সত্যিই ‘বাজিরাও–মস্তানি’ জুটির পুরনো প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়?
প্রিয়াঙ্কা বর্তমানে ব্যস্ত রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ ছবির কাজে। ছবির বড় অংশের শুটিং শেষ করে সদ্যই তিনি ফিরে গিয়েছেন আমেরিকায়। এমন অবস্থায় তাকে ‘কল্কি ২’-এর চরিত্রে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এখনই রাজি হচ্ছেন না তিনি; কারণ তার হাতে ইতিমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতিক ও ভারতীয় প্রকল্প রয়েছে। পাশাপাশি ‘বারাণসী’ মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয়, সেটিও ভেবে দেখতে চান তিনি। সবদিক বিচার করেই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিনেত্রী।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় বছরখানেক আগে হলিউডের একটি বড় প্রজেক্টকে কেন্দ্র করে দীপিকা ও প্রিয়াঙ্কার মধ্যে নীরব প্রতিযোগিতা ও ঠান্ডা সম্পর্কের খবর সামনে এসেছিল। তাই যদি এবার সত্যিই প্রিয়াঙ্কা দীপিকার জায়গা নেন, তাহলে এই পুরনো বিতর্ক ফের নতুন করে মাথাচাড়া দেবে, এমনটাই মনে করছেন অনেকে। এখন অপেক্ষা শুধু নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা কবে আসে তার।
