২০২৫ সালের ১৫ নভেম্বর রাজকুমার রাও (Rajkumar Rao)ও পত্রলেখার জীবনে আসে এক নতুন আনন্দের অধ্যায়। তাঁদের ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান। সন্তান জন্মের পরই সেই সুখবর তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। নতুন বছরের শুরুতে ফের একবার আবেগঘন পোস্টে মেয়ের প্রথম ছবি প্রকাশ করলেন এই তারকা দম্পতি। সেই সঙ্গে প্রকাশ্যে আনলেন তাঁদের আদরের মেয়ের নামও।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার সকালে রাজকুমার ও পত্রলেখা একটি হৃদয়ছোঁয়া ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, বাবা ও মায়ের দু’টি হাতের মাঝখানে আলতো করে ধরা রয়েছে তাঁদের সদ্যোজাত কন্যার ছোট্ট হাত। প্রতীকী এই ছবির মাধ্যমে সন্তানকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন তাঁরা। পোস্টের ক্যাপশনে দম্পতি লেখেন, হৃদয়ের সমস্ত আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে তাঁরা তাঁদের জীবনের সেরা উপহার এবং সবচেয়ে বড় আশীর্বাদকে সকলের সামনে তুলে ধরছেন। একই সঙ্গে জানানো হয় মেয়ের নাম—পার্বতী পাল রাও।
মেয়ের নামের মধ্যেই স্পষ্ট আধ্যাত্মিকতার ছোঁয়া রেখেছেন রাজকুমার ও পত্রলেখা। মা দুর্গার অপর নাম ‘পার্বতী’-র অনুপ্রেরণাতেই কন্যার নামকরণ করেছেন এই বলিউড দম্পতি। নাম প্রকাশ্যে আসতেই অনুরাগীদের পাশাপাশি বলিউডের বহু তারকা তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে জীবনের এক নতুন ইনিংস শুরু করেছিলেন রাজকুমার ও পত্রলেখা। তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকীতেই কোল জুড়ে আসে সন্তান, যা সেই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে। দীর্ঘ এক দশক আগে পত্রলেখার সঙ্গে রাজকুমারের প্রথম আলাপ। সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিচয় বন্ধুত্বে রূপ নেয় এবং ধীরে ধীরে আরও গভীর হয় তাঁদের সম্পর্ক। একসময় তাঁরা লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিটিলাইটস’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। দীর্ঘ দিনের সম্পর্কের পর ২০২১ সালের অক্টোবরে এক পার্টিতে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার। ঠিক এক মাস পরেই, নভেম্বর মাসে, সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। আজ সেই ভালোবাসার যাত্রা আরও পূর্ণতা পেল তাঁদের কন্যাসন্তানের আগমনে।