গত অক্টোবরে মুম্বইয়ের সেলেব মহল্লায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের (Ranbir & Alia) বহু প্রতীক্ষিত নতুন বাংলো তৈরির কাজ শেষ হয়। বিপুল অঙ্কের এই ম্যানশন বাজারদরে শাহরুখ খানের ‘মন্নত’ কিংবা অমিতাভ বচ্চনের ‘জলসা’র সঙ্গেও টক্কর দিতে পারে। বান্দ্রায় কাপুর পরিবারের পৈতৃক জমি ঋষি কাপুর ও নীতু কাপুরের উত্তরাধিকার হিসেবে পাওয়া, আর সেই জমিতেই গত দেড় বছরে রণবীর–আলিয়া তাঁদের স্বপ্নের বাড়িটি তৈরি করিয়েছেন। বিশাল এই বাংলোর বাজারমূল্য অন্তত ২৫০ কোটির বেশি বলে জানা যায়। দিওয়ালির দিন হোমযজ্ঞ ও পূজা করে নবনির্মিত বাড়িতে গৃহপ্রবেশও হয়ে গিয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!গৃহপ্রবেশের আনুষ্ঠানিকতা নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন আলিয়া ভাট। তবে শুক্রবার ভোরে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি বাংলোর অন্তরঙ্গ মুহূর্তের ঝলক দেখালেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে—গৃহপ্রবেশের দিন রণবীর ও আলিয়ার ব্যস্ত সময়, হোমযজ্ঞের দৃশ্য, পূজা-পাঠ, এমনকি ছোট্ট রাহার উপস্থিতিও। একটি ছবিতে দেখা গেল, রণবীর তাঁর প্রয়াত বাবা ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে প্রণাম করছেন। আবার আরেকটি ছবিতে লেন্সবন্দি হল আবেগঘন মুহূর্ত—নীতু কাপুর আলিয়াকে আলিঙ্গন করছেন, মেয়ের মতোই আদরে ভরিয়ে দিচ্ছেন নতুন বউমাকে।
জানা যায়, গৃহপ্রবেশের দিন পাপারাজ্জিদের অনুরোধ করেছিলেন আলিয়া—অস্বস্তি সৃষ্টি না করতে। তারপরও অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কোনও ছবি প্রকাশ করেননি। কিন্তু মাস ঘুরতেই কাপুর পরিবারের নতুন অধ্যায়ের আনন্দভেজা মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী।
নতুন বাংলোতেই রাহার তিন বছরের জন্মদিনও আয়োজন করেছিলেন রণবীর ও আলিয়া। সেই অনুষ্ঠানও ছবির মাধ্যমে প্রকাশ্যে আনলেন আলিয়া। গোলাপি বেলুনে সাজানো ঘর, ফুলেল কেক আর উৎসবের আবহ—সব মিলিয়ে জীবনের ছোট ছোট আনন্দ মুহূর্তগুলো ধরা পড়েছে তাঁর পোস্টে। শত ব্যস্ততা সত্ত্বেও আলিয়া যে এখন সংসারকর্মে যথেষ্ট দক্ষ এবং পরিপাটি ভাবে ঘর সাজাচ্ছেন, তা ছবিগুলো থেকেই স্পষ্ট।
শোনা যাচ্ছে, ২৫০ কোটির এই বিশাল সম্পত্তির অর্ধেকের মালিকানা নাকি রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করা হয়েছে। আর বাকি অংশ ঋষি কাপুরের ইচ্ছা অনুযায়ী নীতু কাপুরের নামে রাখা হয়েছে। সব মিলিয়ে, কাপুর পরিবারের এই নতুন আবাসনের সাজসজ্জা, আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধন এখনই আলোচনার কেন্দ্রবিন্দু।
