অভিনেতা রণবীর সিংয়ের(Ranveer Singh) অভিনয় দক্ষতা নিয়ে এবার অকপট প্রশংসা করলেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না। সদ্য মুক্তিপ্রাপ্ত রণবীর অভিনীত ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে। শুধু আর্থিক দিক থেকেই নয়, সমালোচক ও দর্শক—সব মহলেই প্রশংসিত হয়েছে রণবীরের পারফরম্যান্স। এই আবহেই রণবীরকে “খুব ভালো অভিনেতা” বলে স্বীকৃতি দিলেন মুকেশ খান্না, যা অনুরাগীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!উল্লেখ্য, গত বছর ইন্ডাস্ট্রির অন্দরে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে জনপ্রিয় চরিত্র ‘শক্তিমান’-এর নতুন রূপে নাকি রণবীর সিংকে ভাবা হচ্ছে। সেই সময় মুকেশ খান্না নিজেই এই জল্পনায় ইতি টানেন এবং স্পষ্ট জানান, তাঁর মতে রণবীর এই চরিত্রের জন্য উপযুক্ত নন। সেই মন্তব্য ঘিরে কিছুটা বিতর্কও তৈরি হয়েছিল। তবে সেই পুরনো প্রসঙ্গ সত্ত্বেও এবার রণবীরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করায় খুশি তাঁর ভক্তরা।
সমাজমাধ্যমে দেওয়া এক মন্তব্যে মুকেশ খান্না জানান, অনেকে বলতে পারেন যে তিনি রণবীরকে ‘শক্তিমান’ হতে দেননি, এবং সেটি আংশিকভাবে সত্যিও হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তিনি রণবীরের অভিনয় প্রতিভাকে অস্বীকার করেন। মুকেশের কথায়, রণবীর নিঃসন্দেহে একজন অত্যন্ত দক্ষ অভিনেতা। ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর যে এনার্জি ও নিবেদন দেখা গেছে, তা সত্যিই নজরকাড়া। চরিত্রের মধ্যে যেভাবে রণবীর নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়েছেন, তা প্রশংসার যোগ্য বলেও উল্লেখ করেন তিনি।
শুধু রণবীর নন, ছবির পরিচালক আদিত্য ধরকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মুকেশ খান্না। তাঁর মতে, পরিচালকের দৃষ্টিভঙ্গি এবং অভিনেতার অভিনয়—এই দুইয়ের মেলবন্ধনেই ‘ধুরন্ধর’ এত বড় সাফল্য পেয়েছে। সব মিলিয়ে, একসময় মতপার্থক্য থাকলেও বর্তমানে রণবীর সিংয়ের অভিনয় নিয়ে মুকেশ খান্নার ইতিবাচক মন্তব্য বলিউডে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।