হাতের অনামিকায় ঝকঝকে হীরের আংটি দেখা যেতেই রটতে শুরু করেছিল যে রশ্মিকা মন্দানা নাকি বিজয় দেবরাকোন্ডার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন। সেখান থেকেই জোরদার জল্পনার সূত্রপাত। এরপর আরও শোনা যায়, দু’জনের বিয়ের অনুষ্ঠান নাকি অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রাজস্থানের উদয়পুরে। যদিও রশ্মিকা এসব গুঞ্জন স্পষ্টভাবে না স্বীকার করেছেন, না অস্বীকার করেছেন; আবার সরাসরি উড়িয়ে দিতেও দেখা যায়নি তাঁকে। কিন্তু বিয়ে নিয়ে ক্রমাগত যে কানাঘুষো চলছিল, তা নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে রশ্মিকা জানান, এই বিষয়ে কিছুই বলতে চান না তিনি। তাঁর কথায়, নিজের ব্যক্তিগত সম্পর্ক বা বিয়ের পরিকল্পনা জনসমক্ষে নিশ্চিত করা বা অস্বীকার—দুটোই তিনি করতে চান না। প্রায় আট বছর ধরে বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও দু’জনের কেউই প্রকাশ্যে তা স্বীকার করেননি। তবে তারকাদের ব্যক্তিজীবনের খোঁজ কি আর সহজে চাপা থাকে? মাঝে-মধ্যেই তাঁদের শহরের বিভিন্ন প্রান্তে একসঙ্গে দেখা গেছে বলে দাবি করে পাপারাজ্জি। আবার কখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধরা পড়েছে একই গন্তব্যে আলাদা ফ্রেমে থাকা তাঁদের ছবি।
সম্প্রতি আলোচনায় উঠে আসে যে এই তারকা-জুটি নাকি আড়াই লক্ষ টাকা মূল্যের হীরের আংটি দিয়ে গোপনে বাগদান সেরেছেন। রশ্মিকার নতুন ছবি ‘থামা’-র প্রচারে তাঁর হাতে সেই আংটি দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। বাগদানের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন, “মনে হচ্ছে সবাই সবই জানে!” যদিও তিনি বাগদানের খবর নিশ্চিত করেননি, তবুও আগামি বছরের ফেব্রুয়ারিতে তাঁদের মালা-বদল হতে পারে বলে প্রচার ক্রমেই জোরদার হচ্ছে।
তবে এসব নিয়ে শেষ পর্যন্ত রশ্মিকার মন্তব্য—যখন তাঁদের মনে হবে যে ব্যক্তিগত বিষয় জনসমক্ষে জানানো প্রয়োজন, তাঁরা নিজেরাই আনুষ্ঠানিকভাবে জানাবেন। তাঁর মতে, প্রত্যেক মানুষেরই একটি ব্যক্তিগত জীবন থাকে, আর সেই গোপনীয়তাকে সম্মান জানানোই উচিত। তাই এই মুহূর্তে নিজের সম্পর্ক বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে তিনি মোটেই আগ্রহী নন।
