বহু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda) খুব শিগগিরই চারহাত এক করতে চলেছেন। প্রথমে আংটিবদলের খবরই ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে, আর তারপরই সামনে আসে তাঁদের সম্ভাব্য বিয়ের তারিখ—২০২৬ সালের ফেব্রুয়ারি মাস। যদিও এত আলোচনা চললেও এই জনপ্রিয় তারকাজুটি কখনও প্রকাশ্যে সম্পর্ক বা বিয়ের পরিকল্পনা নিয়ে মন্তব্য করেননি। ঠিক সেই কারণেই গুজব আরও বেড়েছিল। তবে এ বার এই নিয়ে মুখ খুললেন রশ্মিকা নিজেই।
Thank you for reading this post, don't forget to subscribe!সমাজমাধ্যমে তাঁদের বিয়ের খবরে রীতিমতো ঝড় উঠেছিল। বিজয় ও রশ্মিকার হাতে দেখা গিয়েছে বড় আকারের আংটি, যা অনুরাগীদের মতে বাগ্দানেরই প্রতীক। সেই ছবি দেখে বহু মানুষ ধরে নিয়েছিলেন যে তাঁরা ইতিমধ্যে আংটিবদল সেরে ফেলেছেন। কিন্তু সত্যিই কি তা-ই? এই প্রশ্নের জবাবেই প্রথমবার প্রতিক্রিয়া জানালেন ‘পুষ্পা’ খ্যাত রশ্মিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে সরাসরি বিয়ে নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি খুব সংক্ষিপ্ত ভাবে বলেন, “এই সব গুঞ্জনে আমি হ্যাঁ বা না—কিছুই বলতে চাই না। শুধু বলতে চাই, যখন সময়টা সঠিক হবে, আমরা নিজেরাই সব জানাব।” অর্থাৎ তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে তিনি মোটেই আগ্রহী নন, স্পষ্ট জানিয়ে দেন তিনি।
অন্যদিকে, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে যে চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে নাকি গোপনে বাগ্দান সারেন রশ্মিকা ও বিজয়। এমনকি বিজয়ের টিমের তরফ থেকেও এই গুঞ্জনের সত্যতা নাকি অস্বীকার করা হয়নি বলেই খবর। আরও শোনা গিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে উদয়পুরে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিয়ে সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও তারকাজুটি এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, ফলে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েই চলেছে।
সব মিলিয়ে তাঁদের সম্পর্ক, বাগ্দান এবং বিয়ের সম্ভাবনা নিয়ে রহস্য যেমন ছিল, তেমনই রয়ে গেছে। রশ্মিকার সাম্প্রতিক প্রতিক্রিয়া আরও পরিষ্কার করে দিয়েছে যে তিনি এখনই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আগ্রহী নন। ফলে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। তবে সময় এলে সবই নিজে থেকেই প্রকাশ্যে আসবে—এমন আশায় রয়েছে তাঁদের অনুরাগীরা।
