নতুন একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা রোহিত শ্রফ(Rohit Suresh Saraf)। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী নিতাংশী গোয়েল ও রাশা থাডানি। রোমান্টিক ঘরানার এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে দর্শক মহলে। জানা যাচ্ছে, খুব শিগগিরই ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা। যদিও এখনো পর্যন্ত ছবির পরিচালকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!রোহিত শ্রফ ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মিসম্যাচড’-এ তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবিতেও তাঁর সাবলীল অভিনয় নজর কেড়েছে। বিভিন্ন ঘরানার চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্য তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে রোহিতের গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে।
অন্যদিকে, নিতাংশী গোয়েল সম্প্রতি ‘লাপাতা লেডিজ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের মন জয় করেছেন। তাঁর স্বাভাবিক অভিনয় ও শক্তিশালী উপস্থিতি ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। খুব অল্প বয়সেই নিতাংশী যে অভিনয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিণত, তা এই ছবির মাধ্যমেই প্রমাণিত হয়েছে।
রাশা থাডানি ইতিমধ্যেই তাঁর অভিনয়জীবনের প্রথম পদক্ষেপ রেখেছেন ‘আজাদ’ ছবির মাধ্যমে। বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনের কন্যা হওয়ায় তাঁকে ঘিরে আগ্রহ শুরু থেকেই ছিল তুঙ্গে। ডেবিউ ছবিতেই রাশা নিজের উপস্থিতি জানান দিয়েছেন বলে মনে করছেন অনেকে। অভিনয়ের পাশাপাশি তাঁর আত্মবিশ্বাসও দর্শকদের নজর কেড়েছে।
এই তিনজন তরুণ শিল্পী একসঙ্গে একই ছবিতে কাজ করতে চলেছেন—এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। রোমান্টিক ঘরানার ছবিতে তাঁদের কেমিস্ট্রি কেমন হবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। সব মিলিয়ে, রোহিত শ্রফ, নিতাংশী গোয়েল ও রাশা থাডানিকে নিয়ে এই নতুন প্রজেক্ট ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।