চুপিসারে শুধু বিয়েই নয়, নাকি আগেই বাগদানও সেরে ফেলেছিলেন সামান্থা রুথ প্রভু ও ‘ফ্যামিলি ম্যান’–খ্যাত পরিচালক রাজ নিদিমরু—এমনই জল্পনায় সরগরম সোশ্যাল মিডিয়া। সদগুরুর ইশা যোগা সেন্টারে ‘ভূতা শুদ্ধি’ রীতিতে সোমবার তাঁদের বিয়ে সম্পন্ন হওয়ার পরই সামনে আসে বাগদানের গুঞ্জন। আর সেই জল্পনার মূল সূত্র অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Probhu) হাতের হিরের আংটি।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার বিয়ের অনুষ্ঠানে সামান্থার আঙুলে দেখা যায় বিশেষ নকশার একটি হিরের আংটি, যার মূল্য নাকি প্রায় ৫০ লক্ষ টাকা। নেটপাড়ার নজর এড়ায়নি যে, একই আংটি তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতেই একটি ছবিতে পরেছিলেন। ভ্যালেন্টাইন্স উইকের সেই পোস্ট ঘেঁটে অনেকে মনে করছেন—তাদের বাগদান অনেক আগেই হয়ে গিয়েছিল, যা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
ফেব্রুয়ারিতে রাজ–সামান্থার সম্পর্ক নিয়ে জোর আলোচনা চলছিল। তাঁদের একসঙ্গে পার্টিতে দেখা যাওয়া, বিমানবন্দরে ক্যামেরাবন্দি হওয়া—সব মিলিয়ে প্রেমের গুঞ্জন তুঙ্গে। তখনই সামান্থার ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলিতে ওই হিরের আংটিই ছিল প্রধান আলোচ্য বিষয়। এদিকে, সেই সময়ই শোনা গিয়েছিল যে দু’জনে নাকি একসঙ্গে থাকার জন্য নতুন বাড়ি খুঁজছিলেন, যদিও সামান্থার টিম সেই দাবি উড়িয়ে দিয়েছিল।
তবুও নেটিজেনদের কৌতূহল আরও বাড়ে যখন দেখা যায়—বিয়ের দিন রাজ আবারও সামান্থার হাতে পরিয়ে দেন সেই একই আংটি। দশ মাস আগের ছবির সঙ্গে মিল খুঁজে নেটপাড়ায় শুরু হয় জল্পনা—তবে কি ফেব্রুয়ারিতেই নিভৃতে বাগদান সেরে ফেলেছিলেন তাঁরা?
এই সম্ভাবনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। তবে বিয়ের ছবি প্রকাশের পর থেকে নবদম্পতি পুরোপুরি নীরব। শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ জানানো ছাড়া তাঁরা আর কোনও প্রতিক্রিয়া জানাননি। ফলে বাগদান নিয়ে সন্দেহ আরও গভীর হচ্ছে—সবটাই কি সত্যিই গোপনেই সেরেছিলেন দু’জনে?
You cannot copy content of this page