চলতি বছরের ডিসেম্বরে রাজ্যপাটের গল্প নিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান(Shahrukh Khan)। অর্থাৎ, বছর শেষের ঠিক আগে দর্শকদের জন্য এক রাজকীয় উপহার নিয়ে আসছেন বলিউডের বাদশা। তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। সম্প্রতি একটি নতুন টিজারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেছেন স্বয়ং শাহরুখ খানই। টিজার প্রকাশের পর থেকেই ছবিটি ঘিরে দর্শক ও অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এই ছবির কাস্টিং ঘোষণা হওয়ার পর থেকেই ‘কিং’ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। সেই আগ্রহ আরও কয়েকগুণ বেড়ে যায় যখন শাহরুখের জন্মদিনে প্রথম টিজার প্রকাশ্যে আসে। বাদশার বিশেষ দিনে উপহার হিসেবে পাওয়া সেই টিজার মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এবার, মুক্তির প্রায় ১১ মাস আগেই আরও একটি টিজার দিয়ে ছবির রিলিজ ডেট জানিয়ে দিলেন নির্মাতারা, যা অনুরাগীদের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।
টিজার থেকেই স্পষ্ট, ‘কিং’ ছবিতে অ্যাকশনের কোনও ঘাটতি থাকবে না। পুরো ছবিজুড়েই শাহরুখ খানকে দেখা যাবে ভরপুর অ্যাকশন অবতারে। রাজ্যপাট, ক্ষমতা এবং সংঘাতের পটভূমিতে গড়ে ওঠা এই গল্পে কিং খানকে একেবারে নতুন রূপে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। অ্যাকশন, স্টাইল এবং আবেগ—সবকিছুরই মিশেল থাকবে এই ছবিতে, এমনই ইঙ্গিত মিলেছে টিজারে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন বলিউডের একাধিক তাবড় তারকা। দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চনের মতো তারকারা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলে জানা গিয়েছে। যদিও তাঁদের চরিত্রের বিস্তারিত বা লুক এখনও প্রকাশ্যে আনেননি নির্মাতারা। ফলে কৌতূহল আরও বেড়েছে দর্শকদের মধ্যে। অনুরাগীদের আশা, খুব শীঘ্রই এই তারকাদের চরিত্র সংক্রান্ত তথ্য সামনে আসবে এবং তখন ‘কিং’ নিয়ে উন্মাদনা আরও নতুন মাত্রা পাবে।