অ্যাকশন ঘরানায় ফের বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা সানি দেওল(Sunny Deol)। এবার তাঁর নতুন ছবির প্রযোজক হিসেবে থাকছেন একতা কাপুর। সদ্য মুক্তি পেয়েছে সানির বহু প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’, যা মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। দেশাত্মবোধক আবহে তৈরি এই ছবিটি বক্স অফিসেও ভালো পারফরম্যান্স করছে বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর।
Thank you for reading this post, don't forget to subscribe!‘বর্ডার ২’-এ সানি দেওলের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, অহন শেট্টি, দিলজিৎ দোসাঞ্জ-সহ একাধিক জনপ্রিয় অভিনেতা। বিভিন্ন প্রজন্মের অভিনেতাদের একসঙ্গে দেখা যাওয়ায় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, আর মুক্তির পর সেই প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে।
এই সাফল্যের আবহেই শোনা যাচ্ছে, নতুন একটি অ্যাকশন ছবির জন্য প্রস্তুতি শুরু করে ফেলেছেন সানি দেওল। সূত্রের খবর, ‘বর্ডার ২’-এর প্রচারের কারণেই এতদিন নতুন ছবির কাজ স্থগিত রেখেছিলেন তিনি। প্রমোশন পর্ব শেষ হতেই ফের পুরোদমে কাজে ফেরার পরিকল্পনা করেছেন অভিনেতা। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নতুন ছবির শ্যুটিং শুরু হতে পারে।
ইতিমধ্যেই ছবির চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ হয়েছে এবং প্রি-প্রোডাকশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপও শেষ হয়েছে। তবে ছবির কাস্টিং নিয়ে এখনও নির্মাতারা মুখ খোলেননি। সানি দেওল ছাড়া ছবিতে আর কোন কোন অভিনেতা থাকবেন, তা এখনো চূড়ান্ত নয়। বর্তমানে কাস্টিং প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।
ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, এই ছবিতে সানি দেওলের পাশাপাশি নতুন প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেতাকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। প্রবীণ ও তরুণ প্রজন্মের অভিনেতাদের যুগলবন্দি দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করবে বলেই মনে করছেন নির্মাতারা। সব মিলিয়ে, একতা কাপুরের প্রযোজনায় সানি দেওলের এই নতুন অ্যাকশন ছবি ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে।