সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)সাম্প্রতিক ফর্ম টিম ইন্ডিয়ার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর তাঁর ব্যাটে রান না আসা নিয়ে প্রশ্ন উঠলেও, ফর্মে ফেরার ব্যাপারে আশাবাদী ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সম্প্রতি আহমেদাবাদের জিএলএস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে নিজের খারাপ সময় নিয়ে খোলাখুলি কথা বলেন সূর্যকুমার।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, একজন ক্রিকেটারের কেরিয়ারে সবসময় ভালো সময় যায় না। খারাপ ফর্ম মানেই যে কেউ ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হতে চায়, এমন নয়। বরং এই সময়গুলো থেকেই শিক্ষা নিতে হয়। সূর্যের মতে, তাঁর কেরিয়ারেও এটি শেখার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পারফরম্যান্সে ওঠানামা চলছেই, তবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, এই মুহূর্তে দলের বাকি ১৪ জন ক্রিকেটার তাঁর ঘাটতি ঢেকে দিচ্ছেন। সতীর্থরা জানেন, যেদিন তিনি নিজের ছন্দে ফিরবেন, সেদিন কী প্রভাব ফেলতে পারেন। এই বিশ্বাসই তাঁকে মানসিকভাবে শক্ত রাখছে বলে জানান সূর্য।
পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই তিনি। গত বছর কোনও অর্ধশতক করতে পারেননি সূর্যকুমার। ২০২৫ সালে এখনও পর্যন্ত ১৯ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ২১৮ রান। গড় নেমে এসেছে ১৩.৬২-এ, স্ট্রাইক রেট ১২৩.১৬। সর্বোচ্চ স্কোর এশিয়া কাপে করা ৪৭ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জিতলেও, সেখানে সূর্যের অবদান ছিল খুবই সামান্য—চার ইনিংসে মাত্র ৩৪ রান, গড় ৮.৫০ এবং স্ট্রাইক রেট ১০৩.০৩।
তবে ৩৫ বছর বয়সি এই ব্যাটার মনে কোনও নেতিবাচকতা জায়গা দিতে চান না। তাঁর বিশ্বাস, আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই তিনি ছন্দে ফিরতে পারেন। সূর্য জানান, তিনি সবসময় ইতিবাচক থাকতে পছন্দ করেন এবং কঠোর পরিশ্রমে বিশ্বাসী। উদাহরণ দিয়ে বলেন, পরীক্ষায় খারাপ ফল হলে কেউ স্কুল ছেড়ে দেয় না; বরং আরও বেশি চেষ্টা করে সফল হয়। তিনিও ঠিক সেই পথেই হাঁটছেন।
আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটি সূর্যকুমারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগপুর, রায়পুর, গুয়াহাটি, বিশাখাপত্তনম ও ত্রিবান্দ্রমে অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ। এখন দেখার, এই সিরিজেই কি ব্যাটে রানের খরা কাটাতে পারেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি