ভারতীয় ক্রিকেটার শার্দূল ঠাকুরের (Shardul Thakur)জীবনে এসেছে এক অনাবিল সুখের মুহূর্ত। সংসারে নতুন অতিথির আগমনে বাবা হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডার। তাঁর স্ত্রী মিতালি পারুলকর এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এই আনন্দের খবরে শুধু ঠাকুর পরিবারই নয়, উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ান্স শিবিরও। নিজেই সোশাল মিডিয়ায় এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শার্দূল।
Thank you for reading this post, don't forget to subscribe!এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, প্রায় নয় মাস ধরে এই খবর তাঁরা গোপন রেখেছিলেন। শার্দূল লেখেন, নীরবতা, বিশ্বাস আর সীমাহীন ভালোবাসার আবরণে বাবা-মায়ের হৃদয়ে নিরাপদে লুকিয়ে ছিল তাদের ছোট্ট স্বপ্ন। অবশেষে সেই গোপন কথাই আজ সকলের সামনে এসেছে। তিনি সন্তানের আগমনকে স্বাগত জানিয়ে লেখেন, এই স্বপ্নটাই তাঁরা গত নয় মাস ধরে যত্ন করে লালন করেছেন। অন্য একটি পোস্টে স্পষ্ট করেন, তাঁদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।
শার্দূল ও মিতালির ব্যক্তিগত জীবনও কম আলোচনার নয়। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২১ সালের নভেম্বর মাসে তাঁদের বাগদান সম্পন্ন হয়। পরিকল্পনা ছিল, সেই বছরই ভালোবাসার সম্পর্ককে বিয়েতে রূপ দেওয়ার। গোয়ায় জমকালো অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। তবে অপ্রত্যাশিত কিছু কারণে বিয়ে স্থগিত রাখতে হয়। সূত্রের খবর অনুযায়ী, করোনাকালীন সময়ে ডেস্টিনেশন ওয়েডিং আয়োজন করা কঠিন হয়ে পড়েছিল। অতিথিদের যাতায়াত এবং অন্যান্য লজিস্টিক সমস্যার কারণেই বিয়ে পিছিয়ে যায়। শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি মুম্বইতেই সাত পাকে বাঁধা পড়েন শার্দূল ও মিতালি।
ক্রিকেটের ময়দানেও শার্দূলের পথচলা বেশ বৈচিত্র্যময়। আসন্ন আইপিএল মরসুমে তিনি খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। নিলামের আগেই প্রকাশিত রিটেনশন তালিকায় তাঁর নাম রেখেছিল ফ্র্যাঞ্চাইজি। গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে ১০টি ম্যাচে ১৩টি উইকেট তুলে নিয়ে নজর কেড়েছিলেন তিনি। এর আগে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ২০১৮ থেকে ২০২১ এবং আবার ২০২৪ সালে। ২০২৩ মরসুমে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামার আগেই জীবনে এমন সুখবর পেয়ে শার্দূলের আনন্দ যে দ্বিগুণ, তা বলাই বাহুল্য।