কথা দিয়েছিলেন তাঁরা—আর সেই প্রতিশ্রুতি রাখতেই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে লাইভে হাজির হলেন জনপ্রিয় অভিনেতা জুটি দেব (dev)ও শুভশ্রী। সেই লাইভ থেকেই এল বাংলা ছবির দুনিয়ায় এক গুরুত্বপূর্ণ ঘোষণা। চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির সপ্তম ছবি। সম্ভাব্য মুক্তির দিন ১৬ অক্টোবর। শুধু তাই নয়, ছবি মুক্তির প্রায় ন’মাস আগেই, অর্থাৎ ১৯ জানুয়ারি সোমবার থেকে অনলাইনে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে যায়। বাংলা ছবির ইতিহাসে যা নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে এই কামব্যাকের পথ একেবারেই মসৃণ নয়। এর আগেও একাধিকবার স্ক্রিনিং কমিটির সঙ্গে দেবের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত বাংলা ছবির পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রকাশ করেনি স্ক্রিনিং কমিটি। ইম্পার তরফে জানানো হয়েছে, একাধিক প্রযোজকের কাছ থেকে নির্দিষ্ট মুক্তির তারিখ না পাওয়ার কারণেই ১৯ জানুয়ারি ক্যালেন্ডার প্রকাশ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে দেব ও শুভশ্রী জুটির অনলাইন অগ্রিম টিকিট বুকিংয়ের সিদ্ধান্ত আলাদা গুরুত্ব পাচ্ছে।
সেদিনের সোশ্যাল মিডিয়া লাইভ ছিল নানা মুহূর্তের কোলাজ। দেব জানান, কীভাবে তিনি নতুন ছবির জন্য শুভশ্রীকে রাজি করান। অভিনেতার কথায়, ডিসেম্বরের শেষদিকে পরিবারের সঙ্গে ছুটিতে থাকা অবস্থায় শুভশ্রীকে ফোন করে প্রস্তাব দেন তিনি। কোনও দ্বিধা ছাড়াই রাজি হন নায়িকা। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছবির ঘোষণা করা হয়। দেব আরও জানান, শুভশ্রী যুক্ত থাকার কারণেই এই ছবিটি তাঁর কাছে বিশেষ। পাশাপাশি অনুরাগীদের উদ্দেশে দু’জনেরই অনুরোধ—লাইভ শেষ হলেই যেন তাঁদের বর্তমান পার্টনারদের আক্রমণ না করা হয়। অতীত টেনে এনে বিতর্ক নয়, সম্মানের জায়গা থেকেই সম্পর্ক ও কাজকে দেখার আবেদন জানান তাঁরা।
এই সপ্তম ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে নন্দী মুভিজ। ছবির নাম এখনও প্রকাশ্যে আনেননি নির্মাতারা। পরিচালনায় থাকছেন সুজিত দত্ত। এখানেই তৈরি হয়েছে নতুন জল্পনা। কারণ একই প্রযোজনা সংস্থার ব্যানারে জিৎ অভিনীত একটি ছবিও তৈরি হচ্ছে, যার মুক্তি নির্ধারিত ২০২৬-এর পুজোয়। স্ক্রিনিং কমিটির নিয়ম অনুযায়ী একই ব্যানারের দুটি ছবি একই সময়ে ‘প্রাইম ডেট’ পাবে না। ফলে মুক্তি ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। তবুও সব বাধা পেরিয়ে ছবি মুক্তিই একমাত্র লক্ষ্য। বাংলা ছবির ব্যবসায়িক সাফল্য ও ইন্ডাস্ট্রির ঘুরে দাঁড়ানোর আশাতেই তাকিয়ে রয়েছেন