পরপর দু’টি সেটে একতরফা আধিপত্য দেখিয়ে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নিয়েছিলেন নোভাক জকোভিচ(Novak Djokovic)। তৃতীয় সেটে স্কোর যখন ২-২, তখন ঘুরে দাঁড়ানোর শেষ চেষ্টা চালাচ্ছিলেন স্পেনের তরুণ পেড্রো মার্টিনেজ। কিন্তু অভিজ্ঞতা আর প্রতিভার মেলবন্ধনে এক মুহূর্তেই প্রতিপক্ষের স্বপ্নভঙ্গ ঘটান সার্বিয়ান মহাতারকা। পেড্রোর শক্তিশালী ক্রস-কোর্ট শট ডান দিকে অবিশ্বাস্যভাবে স্ট্রেচ করে ফেরান ৩৮ বছরের জকোভিচ। সেই পয়েন্টই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গেমের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের মনোবল সম্পূর্ণ ভেঙে দেন তিনি। শেষ পর্যন্ত ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান জকোভিচ।
Thank you for reading this post, don't forget to subscribe!এই জয়ের সঙ্গে সঙ্গেই রড লেভার এরিনায় ইতিহাস গড়েন সার্বিয়ান কিংবদন্তি। অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে এটি তাঁর শততম জয়। এর আগে উইম্বলডন ও ফরাসি ওপেনেও জয়ের সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। ফলে তিনটি আলাদা গ্র্যান্ড স্ল্যামে ১০০ বা তার বেশি ম্যাচ জেতার অনন্য কৃতিত্ব এখন একমাত্র জকোভিচের দখলেই। চতুর্থ বাছাই হিসেবে নামা এই তারকা আরও একবার প্রমাণ করলেন, বয়স তাঁর কাছে শুধুই একটি সংখ্যা।
তবে সাম্প্রতিক সময়ে বয়স ও চোট জকোভিচের কেরিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গত দু’বছর ধরে মেজর ট্রফির মুখ দেখেননি তিনি। ২০২৩ ইউএস ওপেনের পর বড় মঞ্চে সাফল্য ধরা দেয়নি। একাধিক প্রতিযোগিতা থেকে চোটের কারণে নাম প্রত্যাহার করতেও বাধ্য হয়েছেন। তবু হাল ছাড়তে রাজি নন ‘জোকার’। কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন নিয়েই মেলবোর্ন পার্কে পা রেখেছেন তিনি। প্রথম রাউন্ডের দাপুটে পারফরম্যান্সে কার্লোস আলকারাজ ও জানিক সিনারের মতো ফেভারিটদের উদ্দেশে স্পষ্ট বার্তা ছুড়ে দিলেন—লড়াইয়ের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত।
পুরুষদের সিঙ্গলসে একই দিনে জয় দিয়ে অভিযান শুরু করেন ক্যাস্পার রুড। ইতালির মাতেও বেলুচ্চিকে ৬-১, ৬-২, ৬-৪ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন নরওয়ের তারকা। প্রথম রাউন্ডের বাধা অনায়াসে টপকালেন ড্যানিল মেডভেডেভও। ডাচ খেলোয়াড় জোসেফ ডে জংকে ৭-৫, ৬-২, ৭-৬ (৭-২) ব্যবধানে পরাজিত করেন তিনি।
মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই ইগা সুইয়াটেক স্ট্রেট সেটে জিতে আত্মবিশ্বাসের সঙ্গে পরের রাউন্ডে পৌঁছান। চীনের ইয়ে ইুয়ানের বিরুদ্ধে ৭-৬ (৭-৫), ৬-৩ ব্যবধানে জয় পান তিনি। দাপুটে সূচনা করেন কোকো গফও। কামিলা রাখিমোভাকে ৬-২, ৬-৩ সেটে হারিয়ে নিজের দুরন্ত ফর্মের ইঙ্গিত দেন মার্কিন তারকা।