প্রথমবার পূর্ণদৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র পরিচালনায় নাম লিখিয়েছেন উজান গঙ্গোপাধ্যায়(Ujaan Ganguly)। বর্তমানে তাঁর নতুন ছবি ‘কাতুকুতু বুড়ো’–র শুটিংয়ে ব্যস্ত তিনি, যেখানে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলাতে হচ্ছে। ঠিক এই শুটিং সেটেই ঘটেছে এক অপ্রত্যাশিত দুর্ঘটনা, যার ফলে চূর্ণী ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গুরুতরভাবে আহত হন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহুজন উদ্বেগ প্রকাশ করেন। কীভাবে এমন বিপত্তি ঘটল, জানতে যোগাযোগ করা হয়েছিল উজান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনিই বিশদে জানালেন তাঁর শারীরিক অবস্থা ও দুর্ঘটনার প্রকৃতি সম্পর্কে।
Thank you for reading this post, don't forget to subscribe!উজান জানান, প্রায় চার থেকে পাঁচ দিন আগে তাঁরা ছবির একটি গুরুত্বপূর্ণ চেজিং সিকোয়েন্সের শুটিং করছিলেন। ওই দৃশ্যে দৌড়ানোর সময়ই ঘটে দুর্ঘটনা। দ্রুতগতির শট নেওয়ার জন্য ক্যামেরা ট্রলির কাছে দৌড়ে আসতে গিয়ে হঠাৎই ভারসাম্য হারান তিনি। মুহূর্তের মধ্যেই ট্রলির উপর পড়ে যান, এবং সেই ধাক্কাতেই তাঁর পায়ে গুরুতর চোট লাগে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন, তাঁর হাঁটুর এসইএল (SEL) লিগামেন্ট ছিঁড়ে গেছে। এমন চোট সাধারণত দীর্ঘ বিশ্রাম এবং অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারও প্রয়োজন হয়।
তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে উজান বলেন, ডাক্তাররা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সম্ভবত অস্ত্রোপচার জরুরি হতে পারে। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হলেও, পরিচালক হিসেবে নিজের দায়িত্ব থেকে পিছিয়ে আসতে চান না তিনি। গোটা ইউনিটকে দেরিতে ফেলার ইচ্ছে নেই তাঁর। তাই চোট নিয়েই যতটা সম্ভব শুটিং চালিয়ে যাচ্ছেন, যদিও হাঁটার সময় ব্যথা বাড়ছে। কয়েক দিন পর আবার তাঁর আরও কিছু চিকিৎসা পরীক্ষা হবে, এবং রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত হবে অস্ত্রোপচার প্রয়োজন কি না।
অভিনেতা হিসেবে ‘রসগোল্লা’ ও ‘লক্ষ্মীছেলে’র মাধ্যমে ইতিমধ্যেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন উজান। সম্প্রতি নেটফ্লিক্সের অ্যানিমেশন সিরিজ ‘কুরুক্ষেত্র’ দিয়ে পরিচালক হিসেবেও সাড়া ফেলেছেন তিনি। এই সিরিজটি জাতীয়স্তরে জনপ্রিয়তা অর্জন করে নেটফ্লিক্সের সেরা দশের তালিকায় একসময় শীর্ষস্থানে পৌঁছেছিল। সেই সাফল্যের পর এবার তিনি প্রথমবার বড় পর্দার জন্য পূর্ণাঙ্গ বাংলা ছবির পরিচালনায় নেমেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবির শুটিং চলাকালীনই এমন গুরুতর দুর্ঘটনার সম্মুখীন হলেন শিল্পী-পরিচালক উজান গঙ্গোপাধ্যায়।