Ben Curran বাবা খেলেছিলেন জ়িম্বাবোয়ের হয়ে। দাদা এবং ভাই খেলেন ইংল্যান্ডের হয়ে। সেই পথে হাঁটলেন না ভাই। বেছে নিলেন বাবার দেখানো রাস্তাই। ইংল্যান্ডের বদলে জ়িম্বাবোয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বেন কারেন। আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে সুযোগ পেয়েছেন তিনি। ১১ ডিসেম্বর থেকে শুরু সিরিজ়। আশির দশকে কারেনের বাবা কেভিন জ়িম্বাবোয়ের হয়ে ১১টি ম্যাচ খেলেছিলেন। তবে দুই দাদা টম এবং স্যাম কারেন খেলেন ইংল্যান্ডের হয়ে।
Thank you for reading this post, don't forget to subscribe!টম ৬০টি ম্যাচ এবং স্যাম ১১৭টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন স্যাম। টম বড় ভাই। মাঝে বেন। তার পরে স্যাম। ক্রিকেটজীবনে বার বার বাবার কথা উল্লেখ করেছেন বেন। কী ভাবে বাবা তাঁকে সাহায্য করেছেন সে কথা বলেছেন। বাবাকে জ়িম্বাবোয়ে ক্রিকেটের কিংবদন্তি বলেও উল্লেখ করেছেন।
Ben Curran কেভিন শুধু ক্রিকেটারই নন, তিন বছর জ়িম্বাবোয়ের কোচের দায়িত্বও সামলেছেন। যদি আফগানিস্তানের বিরুদ্ধে বেন নামেন, তা হলে একই পরিবারের চতুর্থ সদস্য আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলবেন।জ়িম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বেন। ৫০ ওভারের ফরম্যাটে তাঁর গড় ৬৪.৫০। লাল বলের ক্রিকেটেও ভাল খেলেছেন।