বিজয় দেবেরাকোন্ডা( Vijay Deverakonda)এবার একেবারে ভিন্ন রূপে ধরা দিতে চলেছেন দর্শকের সামনে। অল্লু অর্জুন অভিনীত জনপ্রিয় ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে তাঁকে দেখা যেতে পারে খলচরিত্রে। ‘পুষ্পা ২’-এর বিপুল সাফল্যের পর থেকেই সিরিজের পরবর্তী ছবিটি নিয়ে দর্শক ও ইন্ডাস্ট্রির কৌতূহল ক্রমশ বাড়ছে। যদিও ছবির কাজ এখনও প্রাথমিক স্তরে রয়েছে। গল্পের খসড়া ও চিত্রনাট্য নিয়ে আলোচনা শুরু হলেও পুরো প্রক্রিয়াটি আপাতত ধীরগতিতেই এগোচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এরই মধ্যে শোনা যাচ্ছে, ‘পুষ্পা ৩’-এর কাহিনিতে এক নতুন শক্তিশালী ভিলেনের প্রবেশ ঘটতে চলেছে। সেই গুরুত্বপূর্ণ চরিত্রটির জন্য নির্মাতাদের পছন্দ বিজয় দেবেরাকোন্ডা। নায়ক হিসেবে যাঁর জনপ্রিয়তা তুঙ্গে, তাঁকে খলনায়কের ভূমিকায় দেখার ভাবনাই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। এতদিন পর্যন্ত ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতে প্রধান খলচরিত্রে ছিলেন ফাহাদ ফাসিল। প্রথম দুই ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, কাহিনির এক বিশেষ পর্যায়ে সেই চরিত্রটির পরিণতি ঘটে। সেই জায়গাতেই নতুন ভিলেন হিসেবে বিজয়ের চরিত্রটির আবির্ভাব হবে বলে ইন্ডাস্ট্রি সূত্রের খবর।
এই পরিবর্তনের ফলে গল্পে নতুন মোড় আসবে বলেই মনে করছেন অনেকে। অল্লু অর্জুনের ‘পুষ্পা’ চরিত্রের সঙ্গে বিজয় দেবেরাকোন্ডার সম্ভাব্য মুখোমুখি সংঘর্ষ যে ছবিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে, তা বলাই বাহুল্য। তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে এই কাস্টিং নিয়ে মুখ খোলেননি।
এদিকে পরিচালক সুকুমার বর্তমানে ব্যস্ত রয়েছেন রামচরণের সঙ্গে একটি আলাদা প্রজেক্ট নিয়ে। সেই ছবির কাজ শেষ হওয়ার পরেই তিনি পুরোপুরি মন দেবেন ‘পুষ্পা ৩’-এর প্রস্তুতিতে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, শুটিং শুরু হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। প্রাথমিক অনুমান অনুযায়ী, ‘পুষ্পা ৩’ মুক্তি পেতে পারে ২০২৮ সালে। তাই আরও কয়েক বছর অপেক্ষা করতে হলেও, নতুন ভিলেন ও নতুন কাহিনির সম্ভাবনা ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ চরমে পৌঁছে দিয়েছে।