আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে(Yashasvi Jaiswal)। পুণেতে মুম্বইয়ের হয়ে মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির একটি ম্যাচ খেলেছিলেন তিনি। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শারীরিক অস্বস্তি অনুভব করেন যশস্বী। অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!সূত্রের খবর, যশস্বী অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরিটিসে আক্রান্ত হয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচের পর থেকেই পেটের সমস্যায় ভুগতে শুরু করেন তিনি। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে পুণের আদিত্য বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যানও রয়েছে। চিকিৎসকদের মতে, আপাতত যশস্বীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং চিকিৎসা চলবে। তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।
এই মুহূর্তে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। তবে সেই দলে জায়গা হয়নি যশস্বীর। যদিও টেস্ট ক্রিকেটে তিনি ভারতের নিয়মিত সদস্য। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ওয়ানডে ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন এই বাঁহাতি ওপেনার। তার পর থেকেই তাঁকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করার দাবি আরও জোরালো হয়েছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তাঁর ফর্ম ছিল নজরকাড়া। হরিয়ানার বিরুদ্ধে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন যশস্বী।
তবে ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও মুম্বই দল ফাইনালে উঠতে পারেনি। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে তিন উইকেটে জয় পেলেও নেট রানরেটের কারণে ফাইনালের টিকিট অধরাই থেকে যায়। ওই ম্যাচে যশস্বী করেন মাত্র ১৫ রান। তবে একই ম্যাচে ঝড় তোলেন সরফরাজ খান। মাত্র ২২ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে সকলের নজর কাড়েন তিনি। এর ফলস্বরূপ মিনি নিলামে চেন্নাই সুপার কিংস তাঁকে দলে নেয়।
অন্যদিকে, যশস্বীকে আবার ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে আগামী বছরের জানুয়ারিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ রয়েছে, ফলে তার আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় পাবেন এই তরুণ তারকা।