Thank you for reading this post, don't forget to subscribe!
সাম্প্রতিক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা(Smriti Mandhana)। ব্যক্তিজীবনে বড়সড় বিপর্যয়ের মুখে পড়লেও তিনি নিজেকে গুটিয়ে না নিয়ে ফের ফিরে গেছেন বাইশ গজের লড়াইয়ে। বিয়ে ভেঙে যাওয়ার পরদিনই স্মৃতি অনুশীলনে নেমে পড়েন। মানসিকভাবে কঠিন সময় সত্ত্বেও নিজের পেশাদারিত্ব বজায় রেখেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি। এই পরিস্থিতির মাঝে তাঁর একটি মন্তব্য বিশেষভাবে ভাইরাল হয়ে উঠেছে। অভিজ্ঞ এই ব্যাটার জানিয়েছেন—ক্রিকেট তাঁর কাছে এমন এক জায়গা, যেখানে যত বড় ইনিংসই করা হোক না কেন, পরের ম্যাচ শুরু হয় শূন্য থেকে। ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ মোকাবিলাতেও তিনি একই মানসিকতা কাজে লাগান। অর্থাৎ, অতীতকে পেছনে ফেলে আবার নতুন করে শুরু করার দৃষ্টিভঙ্গিই তাঁকে শক্তি জোগায়।
গত ২৩ নভেম্বর সংগীতশিল্পী পলাশের সঙ্গে স্মৃতির বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আগে বেশ কিছু আচার-অনুষ্ঠানও সম্পন্ন হয়েছিল। কিন্তু বিয়ের দিন সকালে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা, শ্রীনিবাস মন্ধানা। পরিস্থিতি বিবেচনায় সেদিনই বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেন দু’পক্ষ। একই সময়ে পলাশ নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়। এই দুর্যোগের মধ্য দিয়ে যখন পরিবার এগোচ্ছিল, কিছুদিন পর সামনে আসে আরও বিপত্তিকর খবর।
বিভিন্ন প্রতিবেদন এবং নেটিজেনদের দাবি অনুযায়ী, বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় পলাশকে দেখা গিয়েছিল। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অন্য এক মহিলার সঙ্গে তাঁর ব্যক্তিগত আলাপচারিতার কিছু স্ক্রিনশট। এসব তথ্য প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু হয়—সম্ভবত এসব কারণেই স্মৃতি পলাশের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন। যদিও এ বিষয়ে স্মৃতি বা পলাশ কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবুও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সবকিছুর পরও স্মৃতি মন্ধানা দৃঢ় মনোবল নিয়ে নিজের খেলায় ফিরে গেছেন। ব্যক্তিগত জীবনের অস্থিরতা সত্ত্বেও পেশাদার ক্রিকেটারের দায়িত্ব পালনে তিনি অবিচল। তাঁর বক্তব্য এবং মাঠে ফেরার সিদ্ধান্ত অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে—যে জীবন যতই কঠিন হোক, নতুন শুরুর পথ সবসময় খোলা থাকে।