দক্ষিণী অভিনেত্রীদের অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে ফের বিতর্কের সূত্রপাত। অভিনেত্রী নিধি আগরওয়ালের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের অভিজ্ঞতার মুখে পড়লেন সামান্থা রুথ প্রভু(Samantha Ruth Prabhu)। হায়দরাবাদে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে উন্মত্ত জনতার ভিড়ে পড়েন তিনি। সেই মুহূর্তের বিশৃঙ্খল দৃশ্যের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। আয়োজকদের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
Thank you for reading this post, don't forget to subscribe!সূত্রের খবর, গত রবিবার হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সামান্থার। নির্ধারিত সময়েই তিনি সেখানে উপস্থিত হন। সেদিন কালো রঙের সঙ্গে রুপোলি জরির কাজ করা একটি শাড়িতে তাঁকে দেখা যায়। অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে এগোতেই আচমকা পরিস্থিতি বদলে যায়। চারদিক থেকে অসংখ্য মানুষ তাঁকে ঘিরে ধরে। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণহীন ভিড় তৈরি হয়, যার চাপে কার্যত চিঁড়েচ্যাপ্টা অবস্থায় পড়েন অভিনেত্রী।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। তবে ভিড় এতটাই বেশি এবং উত্তেজিত ছিল যে তাঁদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। নিরাপত্তারক্ষীদের সহায়তা ছাড়া সামান্থা এক পা-ও এগোতে পারছিলেন না। দমবন্ধ করা সেই পরিস্থিতিতে আতঙ্ক ছড়ালেও অভিনেত্রী নিজের সংযম বজায় রাখেন। ভিড়ের চাপের মধ্যেও তাঁর মুখে মৃদু হাসির আভাস দেখা যায়। বেশ কিছুক্ষণ পরে অবশেষে তিনি নিরাপদে নিজের গাড়িতে পৌঁছতে সক্ষম হন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ‘দ্য রাজা সাব’ ছবির গান মুক্তির অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী নিধি আগরওয়াল। অনুষ্ঠান শেষে ফেরার পথে শতাধিক মানুষ তাঁকে ঘিরে ধরেন। অভিযোগ ওঠে, কিছু ব্যক্তি অশালীন আচরণও করেন। আতঙ্কিত অবস্থায় পোশাক সামলে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে যান তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামান্থার সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় অনুরাগীদের ক্ষোভ আরও বেড়েছে।
সোশাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছেন, আগের ঘটনার পরেও কেন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হল না। কারও মতে, তারকাদের নিরাপত্তা নিয়ে আয়োজকদের দায়িত্বজ্ঞানহীনতা স্পষ্ট। আবার কেউ কেউ বলছেন, শুধু আয়োজকদের দোষ দিলেই হবে না, অনুরাগীদেরও নিজেদের আচরণে সংযম আনা জরুরি। নাহলে কোনও ব্যবস্থাপনাই যথেষ্ট হবে না। যদিও এই গোটা ঘটনা নিয়ে এখনও পর্যন্ত সামান্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া