ফের দক্ষিণী ছবির দুনিয়ায় পা রাখছেন অভিনেতা অনিল কাপুর(Anil Kapoor)। প্যান ইন্ডিয়ান থ্রিলার ঘরানার ছবি ‘ড্রাগন’-এ তাঁকে দেখা যাবে, যার পরিচালক প্রশান্ত নীল। এই ছবিতে অনিলের সঙ্গে দ্বিতীয়বারের জন্য কাজ করতে চলেছেন জুনিয়র এনটিআর। এর আগে ‘ওয়ার ২’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই তারকা। সেই জুটিকে আবার বড়পর্দায় দেখার খবরে ইতিমধ্যেই উচ্ছ্বসিত দর্শক ও সিনেপ্রেমীরা।
Thank you for reading this post, don't forget to subscribe!ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে, ‘ড্রাগন’-এর চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং প্রস্তুতি পর্বও অনেকটাই এগিয়েছে। খুব শিগগিরই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। এই প্রজেক্টটিকে ঘিরে নির্মাতাদের পরিকল্পনা যে বেশ বড় মাপের, তা শ্যুটিং লোকেশন থেকেই স্পষ্ট। শোনা যাচ্ছে, আন্তর্জাতিক স্তরে ছবির শ্যুটিং হবে। আফ্রিকার পাশাপাশি বিশ্বের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ লোকেশনে শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে। এর ফলে ছবির ভিজ্যুয়াল স্কেল ও অ্যাকশন সিকোয়েন্স যে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে, তা নিয়ে আশাবাদী নির্মাতারা।
তবে অনিল কাপুর ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, অনিলের চরিত্রটি হবে বহুস্তরবিশিষ্ট। অর্থাৎ, একাধিক শেড ও ভিন্ন ভিন্ন মাত্রা নিয়ে তাঁর চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কারণেই অনিলের উপস্থিতি ছবির নাটকীয়তা ও থ্রিলের মাত্রা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, জুনিয়র এনটিআর ও অনিল কাপুর ছাড়াও ছবিতে আর কোন কোন তারকা থাকবেন, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। কাস্টিং নিয়ে নির্মাতারা আপাতত গোপনীয়তা বজায় রেখেছেন। তবে প্রশান্ত নীলের পরিচালনা এবং প্যান ইন্ডিয়ান স্কেলে নির্মাণের কারণে ‘ড্রাগন’ যে বড়সড় চমক নিয়ে আসতে চলেছে, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে জোর আলোচনা চলছে। সব মিলিয়ে, অনিল কাপুর ও জুনিয়র এনটিআরের দ্বিতীয়বারের জুটি এবং আন্তর্জাতিক শ্যুটিং—এই সবকিছু মিলিয়ে ‘ড্রাগন’ ইতিমধ্যেই বছরের অন্যতম আলোচিত প্রজেক্ট হয়ে উঠেছে।