দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বান্ধবীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি পডকাস্টে অংশ নিয়ে নিজেই এই তথ্য প্রকাশ করেন তিনি। যদিও বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি অর্জুন। ফলে কবে চার হাত এক হবে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল থেকেই যাচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!২০১৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকার মডেল ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা দিমিত্রিয়াদেসের সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন। দীর্ঘ সময় ধরে একসঙ্গে থাকার পাশাপাশি তাঁদের সংসারে রয়েছে দুই সন্তানও। তা সত্ত্বেও এতদিন প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে বিশেষ কোনও মন্তব্য করেননি অভিনেতা। ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করতেন তিনি। তবে রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসে প্রথমবারের মতো নিজের জীবনের এই অধ্যায় সম্পর্কে খোলাখুলি কথা বলেন অর্জুন। তাঁর এই স্বীকারোক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অর্জুন-গ্যাব্রিয়েলা জুটি।
পডকাস্টে অর্জুন জানান, গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং পারস্পরিক বোঝাপড়ার উপর দাঁড়িয়ে রয়েছে। বাগদান সম্পন্ন হলেও বিয়ে নিয়ে তাঁরা কোনও তাড়াহুড়ো করতে চান না। বর্তমানে পরিবার ও সন্তানদের নিয়েই ব্যস্ত তাঁদের জীবন। তাই উপযুক্ত সময় এলেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দেন অভিনেতা।
উল্লেখ্য, অর্জুন রামপালের ব্যক্তিগত জীবন আগেও বহুবার চর্চার বিষয় হয়েছে। ২০১৯ সালে তাঁর প্রথম স্ত্রী, প্রাক্তন সুপারমডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। ১৯৯৮ সালে মেহেরকে বিয়ে করেছিলেন অর্জুন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তানও রয়েছে। বিচ্ছেদের সময় মেহের স্পষ্টভাবে জানিয়েছিলেন, কোনও বিবাদ নয়, বরং পারস্পরিক আলোচনা ও সম্মতির মাধ্যমেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বর্তমানে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন অর্জুন রামপাল। গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর সম্পর্ক, বাগদানের খবর এবং ব্যক্তিগত জীবনের নানা দিক উঠে আসায় ফের একবার আলোচনায় অভিনেতা। অনুরাগীরা এখন শুধু অপেক্ষায়—কবে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা আসে।