Prothom Alo
বাংলাদেশের Prothom Alo প্রথম আলো-ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা । Prothom Alo প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার খবর শুনে সেখানে গিয়ে হামলাকারীদের হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে অনেক জেলায় সড়কে অবস্থান করেন ওসমান হাদির সমর্থক এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রামে কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে। সেখানে ভারতীয় সহকারী-হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হন অনেকে। তারা হাইকমিশনের দিকে ইটপাটকেল ছোড়েন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। এছাড়া, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রাজশাহীতে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বাংলাদেশের আরো অনেক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বৃহস্পতিবার রাতে। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা পথে নেমে আসেন। ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর বাংলাদেশের ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাংলাদেশে বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়ি ও পরবর্তীতে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসা ভবনটিতে পাঁচই অগাস্টের পর দুই দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ফলে সেটি একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।
বৃহস্পতিবার দিবাগত সেখানেই ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভাঙার কাজে এক্সক্যাভেটর ব্যবহার করতে দেখা গেছে। ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। মি. ইসলাম জানান, একদল হামলাকারী ভবনটিতে ঢুকে পড়ে। ভাঙচুর চালায় তারা। টেলিভিশন লাইভে বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ছায়ানট ভবনে শিশুদের জন্য বিদ্যালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। “ভাঙচুরের পর ভবনের চার ও পাঁচ তলায় আগুন দেওয়া হয়। তবে, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে,” বলেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে আইনশৃঙ্খলাবাহিনী হামলাকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।