Trinamool
রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের হাতে আক্রান্ত হয় বিজেপির কার্যকর্তারা। তৃণমূল নেতা আনিসুর রহমানের ভাগ্না পরিচয় দিয়ে আচমকা বিজেপির কার্যকর্তাদের ওপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। ফলে গুরুতর আহত হয় বিজেপির এক কার্যকর্তা , রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি আরো কয়েকজন বিজেপি কার্যকর্তা আক্রান্ত হয় বলে অভিযোগ, প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের ছেড়ে দেওয়া হলেও গুরুতর আক্রান্ত বিজেপির কার্যকর্তা বনমালী ভৌমিক পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।
Thank you for reading this post, don't forget to subscribe!গতকালকের ঘটনায় ঘটনা স্থল থেকে বিজেপি নেতা সিন্টু সেনাপতি এই ঘটনার পেছনে পাঁশকুড়া এলাকার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং প্রাক্তন কাউন্সিলর শেখ সমীরুদ্দিনের নাম উল্লেখ করেন সমাজমাধ্যমে। এমন ঘটনার ফলে পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পাশাপাশি পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয় । অপরাধীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।পাশাপাশি এই ঘটনায় তৃণমূলের নেতাদের নাম জড়িত বলে যে অভিযোগ করা হয়েছিল সে বিষয়ে প্রতিক্রিয়া দিলেন পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শেখ সমীরুদ্দিন।
তিনি জানান এই ঘটনার মধ্যে কোন রাজনীতি বা ধর্ম জড়িত নেই। এ বিষয়ে সম্পর্কে তাদের কোন ধারণাই ছিল না। সকালে ওই বিজেপি নেতার সমাজ মাধ্যমে ভিডিও দেখে তিনি জানতে পারেন। এই ঘটনার পেছনে কোন তৃণমূল নেতাদের কোন যোগ নেই। তাদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে সমাজ মাধ্যমে। আর এই ঘটনায় পাঁশকুড়া থানায় পাল্টা তারা অভিযোগ দায়ের করবে বলে জানান । তবে এই ঘটনার জেরে পাঁশকুড়া এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর।
