Mizoram
Mizoram মিজ়োরামে ধারাবাহিক মাদকবিরোধী ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর সঙ্গে যৌথ ভাবে অভিযান চালিয়ে আসাম রাইফেলস ত্রিপুরা ও মিজ়োরামে ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৩৮ কোটিরও বেশি টাকা মূল্যের মাদক উদ্ধার হয়েছে এবং একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ২৪ জানুয়ারি গভীর রাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্রিপুরার খোয়াই জেলায় ৮ নম্বর জাতীয় সড়কে একটি টাটা ট্রাক আটক করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!তল্লাশিতে ১ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা। এই ঘটনায় অসমের শ্রীভূমি জেলার এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য একটি ঘটনায় মিজ়োরামের চাম্ফাই জেলায় আরেও একটি অভিযানে নগুর গ্রামে, একটি কেনবো মোটরসাইকেলে থাকা এক ব্যক্তিকে থামানো হয়। তল্লাশিতে তার কাছে ২.২ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার হয়। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য ৬.৬ কোটি টাকা। গ্রেফতার হওয়া লালহমাংগাইহজুয়ালাকে চাম্ফাইয়ের আবগারি ও মাদক দফরের হাতে তুলে দেওয়া হয়।