Disha patani
২০২২ সালেই টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন দিশা পাটানি(Disha patani)। একসময় বলিউডে যে তারকা জুটির শরীরচর্চার ছবি ও ভিডিও দেখে অনুপ্রাণিত হত টিনসেল টাউন, সেই দিশা–টাইগার এখন সম্পূর্ণ আলাদা পথে। প্রেম, সহবাস—সবকিছুরই সমাপ্তি ঘটিয়ে বলিউডের ‘বম্বসেল’ নাকি বর্তমানে নতুন সম্পর্কে জড়িয়েছেন পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সঙ্গে। ইন্ডাস্ট্রিতে এই জল্পনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় লোলাপালুজা ইন্ডিয়া কনসার্টে তালবিন্দরের সঙ্গে দিশার ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কোনও রকম আড়ষ্টতা ছাড়াই তালবিন্দরের হাত ধরে কনসার্ট ভেন্যুতে প্রবেশ করছেন দিশা। দু’জনের কথোপকথন ও স্বচ্ছন্দ আচরণ দেখে নেটিজেনদের একাংশের ধারণা, প্রকাশ্যেই সম্পর্কের ইঙ্গিত দিলেন এই জুটি। এই ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং অনুরাগীদের মধ্যে চর্চার বিষয় হয়ে ওঠে। অনেকের মতে, এই হাত ধরাধরিই নাকি দিশা–তালবিন্দরের প্রেমে সিলমোহর বসিয়েছে।
আসলে এই সম্পর্কের জল্পনা শুরু হয়েছিল আরও আগে—কৃতী স্যাননের বোন নুপূর স্যাননের বিয়ের অনুষ্ঠান থেকেই। সেই আসরে নতুন প্রেমিকের সঙ্গে দিশার ঘনিষ্ঠ রসায়ন নজর কেড়েছিল বহু মানুষের। শুধু তাই নয়, দিশার ঘনিষ্ঠ বন্ধু মৌনী রায়ের সঙ্গে তালবিন্দরের একটি ভিডিওও আলোচনায় আসে। সেখানে দেখা যায়, পাপারাজ্জিদের ক্যামেরার ঝলকানি থেকে গায়ককে আড়াল করার চেষ্টা করছেন মৌনী। এমনকি নুপূরের ককটেল পার্টিতেও মৌনীর স্বামী সূরয নাম্বিয়ারের সঙ্গে খোশগল্পে মেতে উঠতে দেখা গিয়েছিল দিশা ও তালবিন্দরকে। এসব ঘটনার পর এবার হাতে হাত রাখার ভিডিও যেন জল্পনায় নতুন করে ঘৃতাহূতি দিয়েছে।
যদিও দিশার ‘সিঙ্গল’ তকমা ঘোচায় তাঁর অনুরাগীদের একাংশ খুশিতে ভাসছেন, অন্যদিকে নিন্দুকদের কটাক্ষও কম নয়। বিশেষ করে তালবিন্দরের ব্যতিক্রমী লুক নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মুখে রং মেখে নিজের আসল চেহারা আড়াল করেই মঞ্চে পারফর্ম করেন তিনি। লোলাপালুজা কনসার্টেও তার ব্যতিক্রম হয়নি। এই লুক দেখেই কেউ কেউ বিদ্রুপ করে প্রশ্ন তুলেছেন, ‘জোকার বিয়েতেও কি এভাবেই বসবে?’ আবার কেউ অতীত টেনে টাইগার শ্রফের সঙ্গে তালবিন্দরের তুলনাও করছেন। সব মিলিয়ে দিশা–তালবিন্দরের এই ‘মাখামাখি’ মুহূর্ত এখন টিনসেল টাউনের সবচেয়ে আলোচিত বিষয়।