পরিচালনায় প্রত্যাবর্তন ঘটলে মুখ্যচরিত্রে শাহরুখ খানকেই বেছে নিতে চান ফারহা খান(Farah Khan)—এমনই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় এই পরিচালক। বলিউডে অভিনেতা-পরিচালক জুটি হিসেবে শাহরুখ খান ও ফারহা খান উপহার দিয়েছেন একের পর এক স্মরণীয় ছবি। ‘ম্যায় হুঁ না’ কিংবা ‘ওম শান্তি ওম’-এর মতো ছবিগুলি আজও দর্শকের মনে আলাদা জায়গা করে রয়েছে। এই সফল জুটির শেষ কাজ ছিল ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, আর সেটিই ছিল ফারহা খানের শেষ পরিচালিত ছবি।
Thank you for reading this post, don't forget to subscribe!‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর দীর্ঘ সময়ের জন্য পরিচালনার কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ফারহা। পারিবারিক দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের কারণেই এই বিরতি—এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সময়ে। তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বহু বছর পর আবারও পরিচালকের কুর্সিতে ফিরতে চলেছেন ফারহা খান।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে নিজের কামব্যাক প্রসঙ্গে খোলাখুলি কথা বলেছেন তিনি। ফারহা জানান, খুব শীঘ্রই তিনি আবার পরিচালনায় ফিরবেন। তাঁর কথায়, সন্তানরা এখন কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ফলে তাঁর হাতে আগের তুলনায় অনেক বেশি সময় এসেছে। এই সময়টাকেই তিনি নিজের কেরিয়ারের জন্য কাজে লাগাতে চান। ফারহার মতে, এখনই তাঁর জীবনের সেই উপযুক্ত সময়, যখন তিনি আবার বড় পর্দার জন্য কাজ শুরু করতে পারেন।
পরিচালক আরও জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই নতুন ছবির প্রস্তুতি ও কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁর। যদিও ছবির বিষয়বস্তু বা অন্যান্য কলাকুশলী নিয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি, তবে একটি বিষয়ে তিনি একেবারেই স্পষ্ট—এই কামব্যাক প্রজেক্টে তিনি শাহরুখ খানকেই সঙ্গে নিতে চান। তাঁদের দীর্ঘদিনের বোঝাপড়া এবং সৃজনশীল রসায়নের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে।
তবে মজার ছলে ফারহা এও বলেন, যদি কোনও কারণে শাহরুখ খান এই প্রস্তাবে রাজি না হন, তাহলে তিনি হয়তো ইউটিউবের দিকেই আরও বেশি মনোযোগ দেবেন। অর্থাৎ, বড় পর্দায় প্রত্যাবর্তনের পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও সক্রিয় থাকার ভাবনাচিন্তা রয়েছে ফারহার।