বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি সইফ আলি খান(Saif Ali Khan) ও করিনা কাপুর খান, যাঁদের বিনোদুনিয়ায় সবাই ‘সইফিনা’ নামেই চেনে। দীর্ঘ তেরো বছরের দাম্পত্য জীবন পার করলেও তাঁদের প্রেমের শুরুর দিনগুলির কথা আজও অকপটে ভাগ করে নিতে দ্বিধা করেন না সইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনার সঙ্গে সম্পর্কের প্রথম দিকের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেন একেবারে অজানা এক মানসিক লড়াইয়ের গল্প।
Thank you for reading this post, don't forget to subscribe!সইফ জানান, করিনার মতো আত্মবিশ্বাসী ও জনপ্রিয় একজন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর সময় তিনি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগতেন। তাঁর কথায়, করিনা এমন একজন মানুষ, যাঁর সঙ্গে তুলনা চলে না। জীবনে তাঁকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। তবে এই গভীর ভালোবাসার পথটা শুরুতে মোটেই সহজ ছিল না। সেই সময় সইফ একাধিক ছবিতে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করছিলেন। রানি তখন তাঁকে পরামর্শ দিয়েছিলেন, সম্পর্কের নেতিবাচক দিকগুলো নিয়ে বেশি না ভাবতে এবং নিজের অনিশ্চয়তাগুলো প্রকাশ করে সম্পর্ককে জটিল না করে তুলতে।
সইফ আরও বলেন, করিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তিনি যাঁদের ডেট করেছিলেন, তাঁদের কেউই বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে তখন কখনও তাঁকে ভাবতে হয়নি যে তাঁর সঙ্গিনী অন্য অভিনেতাদের সঙ্গে নিয়মিত পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন। কিন্তু করিনার ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা ছিল। একজন প্রথম সারির অভিনেত্রী হিসেবে তাঁকে বিভিন্ন সহ-অভিনেতার সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতেই হতো, যা জেনেও মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করত।
সইফ স্বীকার করেন, যুক্তি দিয়ে বোঝা গেলেও আবেগের জায়গায় বিষয়টি মেনে নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না। সম্পর্ক যত পুরোনো হয়, একে অপরের পেশাগত জীবন, কাজের চাপ ও বাস্তবতা সম্পর্কে ধারণা তত স্পষ্ট হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বাস বাড়ে, আত্মবিশ্বাস ফিরে আসে। কিন্তু সম্পর্কের শুরুতে নানা আশঙ্কা, ভয় আর দ্বিধা কাজ করাই স্বাভাবিক। সইফের কথায়, তাঁদের সম্পর্কেও ঠিক সেটাই হয়েছিল। ধীরে ধীরে সময় সবকিছুর উত্তর দিয়েছে, আর আজ তাঁরা একে অপরের শক্ত ভরসা হয়ে উঠেছেন।