বসন্ত পঞ্চমীর শুভ লগ্নে নতুন জীবনের পথে পা রাখলেন অভিনেত্রী মধুমিতা সরকার(Madhumita Sarcar)। সাত পাক ঘুরে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁর শৈশবের বন্ধু, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে। এদিন নবধূর সাজে লাল বেনারসি পরে অনিন্দ্যসুন্দর রূপে ধরা দেন মধুমিতা। অন্যদিকে, বর দেবমাল্যের পরনে ছিল ঐতিহ্যবাহী সাদা পাঞ্জাবি ও ধুতি। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অভিনেত্রীর এক আত্মীয়ের বাড়িতে বসেছিল এই বিয়ের আসর। চারদিক জুড়ে ছিল আলো, ফুল আর রঙিন সাজে মোড়া জাঁকজমকপূর্ণ আয়োজন।
Thank you for reading this post, don't forget to subscribe!বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বহু পরিচিত মুখ। কাছের মানুষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রির নামজাদা তারকারা—সবার উপস্থিতিতেই জমে উঠেছিল বিয়ের অনুষ্ঠান। শুধু সাজসজ্জাই নয়, খাবারের মেনুতেও ছিল রীতিমতো রাজকীয় আয়োজন। ঐতিহ্যবাহী বাঙালি পদ থেকে শুরু করে নানা বিশেষ রান্নায় অতিথিদের আপ্যায়নে কোনও খামতি রাখা হয়নি।
এই বিয়ের প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগেই। মধুমিতা ও দেবমাল্যের পরিচয় ছোটবেলা থেকেই। দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও তাঁদের প্রেমের সম্পর্কের শুরু ২০২৪ সালের অক্টোবরে। দুর্গাপুজোর সময়ই প্রথমবার সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তখনই অনুরাগীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তাঁর জীবনের বিশেষ মানুষকে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও দৃঢ় হয় এবং শেষ পর্যন্ত শুক্রবার গোধূলি লগ্নে তা বিয়ের পরিণতি পেল।
বর্তমানে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয়ে ব্যস্ত মধুমিতা। টানা শ্যুটিংয়ের ব্যস্ততার মধ্যেও বিয়ের প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখেননি তিনি। বাগদান, আইবুড়ো ভাত-সহ বিয়ের সমস্ত রীতিনীতিই নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। সেই মুহূর্তগুলির নানা ছবি ও ভিডিও তিনি নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।
উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিবাহ। এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তাঁর বিয়ে হলেও ২০১৯ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। দীর্ঘ সময় পর জীবনের নতুন অধ্যায় শুরু করায় মধুমিতা ও দেবমাল্যকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন তাঁদের সহকর্মী ও