চোখের জাদুতে নিজেকে মোহময়ী করে তুলতে আমরা কাজল, আইলাইনার কিংবা মাস্কারার (Make Up) সাহায্য নিই ঠিকই, কিন্তু দিনের শেষে সেই সাজ সঠিক নিয়মে মুছে ফেলা তার চেয়েও বেশি জরুরি। সারাদিনের ক্লান্তি বা অলসতার কারণে অনেকেই মেকআপ না তুলে ঘুমিয়ে পড়েন, যা চোখের ও ত্বকের স্থায়ী ক্ষতি করতে পারে। চোখের রূপটান না তুললে ভ্রূ ও চোখের পাতা ঝরে যাওয়া ছাড়াও রাসায়নিকের প্রভাবে কর্নিয়ার মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।
Thank you for reading this post, don't forget to subscribe!চোখের সাজ তোলার নিরাপদ ও সহজ কিছু উপায়:
-
ঘষাঘষি এড়িয়ে চলুন: চোখের চারপাশের ত্বক অত্যন্ত সংবেদনশীল। তাই কাজল বা লাইনার তোলার জন্য জোরে ঘষা বা স্ক্রাবার ব্যবহার করা একদম অনুচিত। সবসময় নরম তুলো ব্যবহার করে আলতো হাতে মেকআপ পরিষ্কার করুন।
-
সঠিক রিমুভারের ব্যবহার: ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে ভালো মানের রিমুভার তুলোয় নিয়ে চোখের ওপর ১০ সেকেন্ড চেপে ধরুন, তারপর ধীরে ধীরে মুছে নিন।
-
প্রাকৃতিক তেলের ম্যাজিক: বাড়িতে মেকআপ রিমুভার না থাকলে নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করুন। তুলো তেলে ভিজিয়ে চোখের চারপাশে মালিশ করলে খুব সহজেই জেদি মেকআপ উঠে আসে।
-
কাঁচা দুধের ব্যবহার: কাঁচা দুধ মেকআপ রিমুভারের এক চমৎকার বিকল্প। এটি মেকআপ তোলার পাশাপাশি চোখের চারপাশের ত্বককে উজ্জ্বল ও সজীব রাখতে সাহায্য করে।
-
পোস্ট-রিমুভাল কেয়ার: মেকআপ তোলা হয়ে গেলে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। বিশেষ করে তেল ব্যবহার করলে ভালো করে ধোয়া জরুরি, যাতে লোমকূপ বন্ধ না হয়। এরপর অবশ্যই একটি আই ক্রিম বা ময়েশ্চারাইজার দিয়ে আলতো মালিশ করুন, যা বলিরেখা রোধ করবে।
-
লেন্স ব্যবহারের সতর্কতা: যারা কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তারা মেকআপ তোলার আগেই লেন্স খুলে নিন। লেন্স পরা অবস্থায় কোনোভাবেই মেকআপ পরিষ্কার করবেন না।
চোখ শরীরের অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। তাই সাজগোজের পাশাপাশি তার সুস্থতা বজায় রাখতে সঠিক পরিষ্কারের অভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।