শীতের আমেজে তিলোত্তমাকে নতুন করে চিনিয়ে দিতে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দপ্তর এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। ডিসেম্বর মাসের শুরু থেকেই পর্যটকদের জন্য চালু হচ্ছে ‘কলকাতা দর্শন’ (Kolkata) প্যাকেজ। মূলত শনি ও রবিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে এসি ভলভো বাসে করে দেশি ও বিদেশি পর্যটকদের শহরের আনাচ-কানাচ ঘুরিয়ে দেখানো হবে। পর্যটকদের সুবিধার্থে সাথে থাকবেন দক্ষ গাইড, যিনি শহরের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর গুরুত্ব ব্যাখ্যা করবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!প্যাকেজের ধরণ: পরিবহণ দপ্তর মূলত দুটি ভিন্ন রুটে এই প্যাকেজ ট্যুর পরিচালনা করবে:
-
ইকোপার্ক কেন্দ্রিক রুট: এই ট্যুরে পর্যটকরা দেখতে পাবেন নিউটাউন ইকোপার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, হরিণালয়, মিষ্টি হাব, ইকো আর্বান ভিলেজ, বিশ্ববাংলা গেট এবং নজরুল তীর্থ। আধুনিক কলকাতার রূপ এখানে ফুটে উঠবে।
-
ঐতিহ্যবাহী কলকাতা রুট: এই প্যাকেজে থাকছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ন্যাশনাল লাইব্রেরি, নবনির্মিত জেল মিউজিয়াম, ভারতীয় জাদুঘর, ইডেন গার্ডেনস, হাওড়া ব্রিজ, ঐতিহাসিক ফুলবাজার, ট্রাম স্মরণিকা এবং প্রিন্সেপ ঘাটের মতো কলকাতার ধ্রুপদী ঐতিহ্যবাহী স্থানগুলো।
টিকিট ও পরিষেবার ধরণ: পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে টিকিটের ক্ষেত্রে দুটি বিকল্প রাখা হয়েছে। প্রথমটি হলো দর্শনীয় স্থানগুলোতে ঢোকার এন্ট্রি ফি এবং বাস ভাড়া মিলিয়ে একটি ‘অল-ইন-ওয়ান’ টিকিট। আর যাঁরা শুধু বাসে চড়ে শহর দেখতে চান, তাঁদের জন্য থাকছে শুধুমাত্র বাস ভাড়ার টিকিট। ভ্রমণের মাঝেই বাসে ব্রেকফাস্ট ও রিফ্রেশমেন্টের সুব্যবস্থা থাকবে।
টিকিট বুকিং পদ্ধতি: যাত্রীরা তিনভাবে টিকিট বুক করতে পারবেন: ১. এসপ্ল্যানেডে পরিবহণ নিগমের প্রধান কাউন্টার থেকে। ২. পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ৩. পর্যটকদের সুবিধার্থে ‘যাত্রীসাথী’ অ্যাপের মাধ্যমেও টিকিট কাটার ব্যবস্থা করার পরিকল্পনা চলছে।
পরিবহণ দপ্তরের এক আধিকারিক জানান, কলকাতার মধ্যেই যে এক অন্য কলকাতা লুকিয়ে আছে, যা সচরাচর সাধারণ মানুষের দেখা হয়ে ওঠে না, সেই অদেখা রূপটি তুলে ধরাই এই প্রকল্পের মূল লক্ষ্য। শীতের সকালে মিঠে রোদ গায়ে মেখে যাতে পর্যটকরা একদিনেই শহরের অনেকগুলো জায়গা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে। প্রতি বছর দপ্তরের পুজো পরিক্রমা যেমন জনপ্রিয় হয়, এই শীতকালীন শহর পরিক্রমাও পর্যটকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।